মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: মঙ্গলবার একটি ভিডিও ক্লিপে বিজেপির প্রবীণ নেতা এবং সাংসদ দিলীপ ঘোষকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক পটভূমি নিয়ে ব্যঙ্গ করতে শোনা যায়। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি সাংসদের মন্তব্য গেরুয়া শিবিরের ডিএনএ-র প্রতিফলন।
তৃণমূলের তরফে সেই ভিডিয়ো ক্লিপ শেয়ার করা হয়েছে, যেখানে দিলীপ ঘোষকে এই মন্তব্য করতে শোনা গিয়েছে। বিতর্কিত ওই ভিডিওতে দিলীপ ঘোষকে বলতে দেখা যায, ‘... দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) যখন গোয়ায় যান, তখন তিনি নিজেকে গোয়ার মেয়ে বলেন। ত্রিপুরায় গেলে তিনি বলেন, তিনি ত্রিপুরার মেয়ে। ওঁর আগে নিজের বাবার পরিচয় দিতে হবে।’ আপনজন অবশ্য স্বাধীনভাবে এই ভিডিও ক্লিপের সত্যতা যাচাই করতে পারেনি। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তৃণমূলের ‘বাংলা নিজের মেয়েকে চায়’ স্লোগানকে কটাক্ষ করেন।
মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ দিলীপ ঘোষ তৃণমূলের ২০২১ সালের নির্বাচনী স্লোগান ‘বাংলা নিজের মেয়েকে চাই’ এর কথা উল্লেখ করছিলেন।
এই মন্তব্যের জন্য বিজেপি নেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। পশ্চিমবঙ্গের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা দিলীপ ঘোষকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বলেন, এই মন্তব্যে গেরুয়া শিবিরের ডিএনএ-র প্রতিফলন ঘটেছে। অবিলম্বে তাঁর ক্ষমা চাওয়া উচিত। এই মন্তব্যে গেরুয়া শিবিরের ডিএনএ-র প্রতিফলন ঘটেছে, যা বিজেপির নারীবিদ্বেষী মানসিকতার গন্ধ ছড়াচ্ছে। নির্বাচন কমিশনকে অবশ্যই বিষয়টি খেয়াল রাখতে হবে।
তৃণমূল সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছে, রাজনৈতিক নেতৃত্বের নামে @DilipGhoshBJP কলঙ্ক! মা দুর্গার বংশধারাকে চ্যালেঞ্জ করা থেকে শুরু করে এখন শ্রীমতী @MamataOfficial -এর বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় তিনি নীতি নৈতিকতার নোংরা অতল গহ্বরে ডুবে গেছেন। তৃণমূল কংগ্রেসের তরফে আরও বলা হয়েছে, ‘একটি বিষয় কাচের মতো পরিষ্কার, বাংলার মহিলাদের প্রতি দিলীপ ঘোষের কোনও শ্রদ্ধা নেই, যিনি হিন্দু ধর্মের পূজনীয় দেবী হোন বা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হোন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির পরিচয়ের রাজনীতির মোকাবিলায় তৃণমূল কংগ্রেস ‘বাংলা নিজের মেয়েকে চাই’ স্লোগান দিয়ে ‘বাঙালির গর্ব’ ছড়িয়েছিল। অন্যদিকে পশ্চিমবঙ্গে ‘বহিরাগত’ বিতর্ক লোকসভা ভোটের আগে জোরদার হয়ে উঠেছে এবং রাজ্যে বিজেপির হিন্দুত্ববাদী আখ্যানের উত্থান মোকাবেলায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বাঙালি উপ-জাতীয়তাবাদকে তাদের প্রধান নির্বাচনী ইস্যু হিসাবে গ্রহণ করেছে এবং বিজেপিকে ‘বহিরাগতদের দল’ হিসাবে চিহ্নিত করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct