সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: শুরু হয়েছে চৈত্র মাস। তবে ফাল্গুন থেকেই বসন্তের ছোঁয়া লেগেছে সকলের মনে। বসন্তের সময় দোলযাত্রাকে কেন্দ্র করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে শুরু করেছিলেন শান্তিনিকেতন বসন্ত উৎসব। ধীরে ধীরে সারা বাংলা তথা পৃথিবীর প্রতিটি কোনায় ছড়িয়ে পড়ে সেই বসন্ত উৎসব। নবাব নগরী মুর্শিদাবাদ শহরে গত কয়েক বছর ধরে হয়ে আসছে মুর্শিদাবাদ শহর বসন্ত উৎসব। এ বছরও তার ব্যতিক্রম নয়। রবিবার বসন্ত উৎসবের শুভ সূচনা করা হলো মুর্শিদাবাদ শহরে। রবিবার বিকেলে দক্ষিণ দরজার ঐতিহ্যবাহী নববী ঘন্টা বাজিয়ে এবং পায়রা উড়িয়ে বসন্ত উৎসবের শুভ সূচনা করেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা তথা মুর্শিদাবাদ শহর বসন্ত উৎসব কমিটির প্রধান পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ ধর।দক্ষিণ দরজা থেকে আস্তাবল ময়দান পর্যন্ত করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সন্ধ্যার পর থেকে শুরু হয় আস্তাবল ময়দানে বসন্ত উৎসব ২০২৪ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার, সোমবার এবং মঙ্গলবার, তিনদিন ধরে এই বসন্ত উৎসব লালবাগ আস্তাবল ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানান পৌরপিতা ইন্দ্রজিৎ ধর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct