অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বালুরঘাট আসনের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র রবিবার প্রচার-সভা করেন কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত সাফানগর হাট, কুমারগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা, বরাহার কিষাণ মান্ডি, মোহন হাট এর মতো বিভিন্ন এলাকায়। জনসংযোগে তিনি জোর দেন লক্ষ্মীর ভান্ডার সহ নানা রকম সামাজিক প্রকল্পের উপর। এদিন প্রথমে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে জনগর্জন জনসভার কার্যক্রম শুরু করেন বিপ্লব মিত্র। এরপর তিনি সাফানগর হাট এলাকায় ‘মুখোমুখি উপভোক্তা’ কার্যক্রমে যোগ দেন। সেখানে উপস্থিত ছিলেন, কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান তোরাফ হোসেন মন্ডল, কুমারগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল বসাক,জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা। এছাড়াও তৃণমূল নেতা মফিজ উদ্দিন মিয়া, অভিষেক গুহ, নিখিল সিংহ রায়, অরুন সিংহ রায়, শুকলাল হাঁসদা, তমাল কর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এদিন নিজের বক্তব্যে বিপ্লব মিত্র বলেন, ‘যাকে আপনারা গত নির্বাচনে ভোট দিয়ে সাংসদ করেছেন, তিনি বাংলার সর্বনাশ করবার জন্য যা যা করবার দরকার সেটা তিনি করছেন! তিনি বলেছিলেন, তিনি একটা ফোন করলেই ১০০ দিনের কাজের টাকা চলে আসবে। অর্থাৎ তিনি টাকাটা আটকে রেখেছেন। দলের রাজ্য সভাপতি এবং সাংসদ হিসেবে তিনি এই কথাটি স্বীকার করে নিয়েছিলেন। অন্যদিকে, আবাস যোজনার জন্য যে অর্থ কেন্দ্র সরকারের দেবার কথা সেটা দেয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct