এম মেহেদী সানি, বসিরহাট, আপনজন: ‘বসিরহাটবাসী আমার পরিবার, তারাই সিদ্ধান্ত নেবে কাকে সাংসদ নির্বাচন করে দিল্লি পাঠাবে’ শনিবার রাতে সাংবাদিক সম্মেলন করে এমনটাই মন্তব্য করেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলাম। তৃণমূলের অভিযোগ, সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বসিরহাটের আইএসএফ প্রার্থী, তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামকে নিয়ে একাধিক মিথ্যা অভিযোগ করেন। এদিন সাংবাদিক সম্মেলন থেকে হাজী নুরুল ইসলাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাম না করেই আইএসএফ প্রার্থীকে নিশানা করে ওই মন্তব্য করেন। নুরুল সাহেব আরও বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ নির্বাচনে লড়াই করতে পারে, তাই বলে যার রাজনৈতিক অভিজ্ঞতা নেই সে বড় বড় কথা বলবে, সমালোচনা করবে মানুষ তার উপযুক্ত জবাব দেবে।’ আইএসএফ প্রার্থীর নাম উল্লেখ না করেই মানুষের জন্য তিনি কি কাজ করেছে সে নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, ‘রাজনৈতিক লড়াই হবে, মানুষ বিচার করবে।’ আইএসএফ প্রার্থীর রাজনৈতিক জীবন নিয়েও প্রশ্ন তোলেন হাজী নুরুল। বলেন, ‘তার রাজনৈতিক জীবন আর আমার রাজনৈতিক জীবন আকাশ পাতাল পার্থক্য। আমি গ্রাম পঞ্চায়েত স্তর থেকে এমপি হয়েছি। তবে আমি ব্যক্তি সমালোচনা করতে অভ্যস্ত নই, রাজনৈতিক লড়াইয়ে মানুষ বিচার করবে’ বলেও মন্তব্য করেন। এ সময় তিনি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত বসিরহাটের এমপি হিসাবে বসিরহাটবাসীর জন্য তিনি কি কাজ করেছেন তার পরিসংখ্যান তুলে ধরেন। হাজী নুরুল বলেন, আমার সময়কালে বসিরহাটে ব্যপক উন্নয়ন হয়েছে, বসিরহাট সদর হাসপাতাল নতুন রূপে গড়ে তোলা হয় আমার সময়, অপারেশনের যন্ত্রপাতির জন্য ২০ লক্ষ টাকা সহ বসিরহাটে ৩৯ টি এম্বুলেন্স প্রদান করেছিলাম।’ একগুচ্ছ পরিসংখ্যান তুলে ধরে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট, আলো, জল নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের কথা জানান হাজী নুরুল। পাশাপাশি বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বসিরহাটবাসীর সমস্ত অভিযোগ নিরসনের চেষ্টার ক্ষেত্রেও হাজী নুরুল ইসলামের যে সমস্ত অবদান রয়েছে তা তুলে ধরেন। পাশাপাশি ২০২৪ সালে পুনরায় নির্বাচিত হয়ে একইভাবে মানুষের সাথে এবং পাশে থাকার আশ্বাস দেন নুরুল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct