মুহাম্মদ জাকারিয়া, করণদিঘি, আপনজন: রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী নির্বাচনী প্রচার করেন রবিবার করণদিঘী বিধানসভার রসাখোয়া এলাকায়। এদিন রসাখোয়া শিলিগুড়ি মোড় থেকে রসাখোয়া হাইস্কুল পর্যন্ত পায়ে হেঁটে মিছিল বের হয়। রায়গঞ্জ লোকসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর পাশাপাশি মিছিলে পা মেলান করণদিঘীর বিধায়ক গৌতম পাল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রত্যেকেই যথেষ্ট ভরসা করেছেন, আস্থা রেখেছেন তৃণমূলের উন্নয়নের ওপর। বিপুল ভোটে রায়গঞ্জ লোকসভা থেকে কৃষ্ণ কল্যাণীই জয়যুক্ত হবেন। করণদিঘীর বিধায়ক গৌতম পাল জানান, আগামী ২৬শে এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। প্রত্যেকে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যানীকেই জয়যুক্ত করবেন, এমনই বার্তা দেন বিধায়ক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct