নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, আপনজন: ধারণা ছিল এবার হয়তো কোচবিহার লোকসভা আসনে কংগ্রেস দলের কোন প্রার্থী হবে না জোট রাজনীতির স্বার্থে। দেরি হলেও ইতিমধ্যে কংগ্রেসের তরফে পিয়া রায় চৌধুরীকে কোচবিহার আসনে প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছে। প্রচারের দৌড়ে অনেকটা পিছিয়ে থেকেও কোচবিহারের জন্য বড় দুটি ইস্যুকে সামনে রেখে কোচবিহারবাসীর মন জয়ে অনেকটাই এগিয়ে যেতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। ২৪-৩-২০২৪ ইং জাতীয় কংগ্রেসের কোচবিহার জেলা পার্টি অফিস রাজিব ভবনে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে প্রিয়া রায় চৌধুরী জানান, ভোট যুদ্ধে কোচবিহারে এইমস তৈরি ও কোচবিহার শহরের প্রবেশদ্বার ফাঁসিরঘাটে সড়ক সেতুর ইস্যুকে সামনে রেখে মানুষের কাছে ভোট চাইবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরো বলেন, আমাদের মুল লড়াই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে। ফরওয়ার্ড ব্লক মনোনিত বামফ্রন্ট প্রার্থী সম্পর্কে তিনি বলেন , সিপিএমের সাথে আমাদের জোট কিন্তু ফরওয়ার্ড ব্লকের সাথে কোনো দিন জোট ছিলো না। আর ফরওয়ার্ড ব্লকের সাংগঠনিক কোনও শক্তি নেই , তাই জোট রাজনীতির স্বার্থের কোনো বিষয় দেখছি না। রাজ্য শাসক দলের লক্ষ্মীর ভান্ডার ভোট কেনার মতো, যেন বাচ্চাকে ললিপপ ধরিয়ে দেয়া। বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক সম্পর্কে বলেন, ২০১৯ এর নির্বাচনে যা প্রতিশ্রুতি ছিল তার কোনোটাই বাস্তবায়ন হয়নি, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর মতো এমপিকে মানুষ এবার মেনে নেবে না। বিজেপির ধর্মীয় মেরুকরণ ভীতি মানুষের থেকে দূর করা আমাদের উদ্দেশ্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct