সন্ন্যাসী কাউরী, ডেবরা, আপনজন: ভোট আসে ভোট যায়, বয়ে যায় প্রতিশ্রুতির বন্যা। কিন্তু হাল ফেরেনি বেহাল রাস্তার। বছর ভর ভোগান্তির শিকার হতে হয় গ্রামের মানুষকে। সেই দুর্ভোগ যন্ত্রনা থেকেই ভোট বয়কটের ডাক দিল দুই গ্ৰামের বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীন পুঁয়াপাট এবং নন্দবাড়ি গ্রামের বাসিন্দারা একজোট হয়ে লোকসভা ভোট বয়কটের ডাক দিয়েছেন। ভোট বয়কটের ডাক দিয়ে এলাকা জুড়ে ফ্লেক্স, ব্যানার, পোস্টারিং করেছেন বাসিন্দারা। যা অস্বস্তি বাড়িয়েছে রাজনৈতিক দলগুলিকে। রাস্তার দাবিতে বিভিন্ন সময়ে পথ অবরোধ, ডেপুটেশন, বি ডি ও কে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ প্রদর্শন নানা ভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও বেহাল দশা কাটেনি নন্দবাড়ি পুঁয়াপাট রাস্তার। একটু বৃষ্টিতেই জল কাদার মধ্যে প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হয় গ্রামের বাসিন্দাদের। চরম দুর্ভোগে পড়তে হয় স্কুল পড়ুয়া, ছাত্রী, প্রসূতি মা, টোটো যাত্রী, ব্যবসায়ী এবং বয়স্ক মানুষকে। দীর্ঘদিন ধরে রাস্তার দাবী না মেটায় বাধ্য হয়েই ভোট বয়কটের সিদ্ধান্ত বলে জানিয়েছেন দুই গ্রামের বাসিন্দারা।
গ্রামের বাসিন্দা অচিন্ত্য চ্যাটার্জী, কৌশিক ভট্টাচার্য, তাপস সিংদের দাবি পুঁয়াপাট এবং নন্দবাড়ি মিলে প্রায় ১৭০০ ভোটার। ২৫০০ এর ওপর মানুষ বসবাস করেন। গ্রামের মধ্যে বিদ্যালয়, মন্দির, একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা থাকায়, নানান অসুবিধার সম্মুখীন হতে হয় গর্ভবতী মহিলা ও স্কুল ছাত্র-ছাত্রীদের। রাস্তার বেহাল অবস্থা দেখে অনেকেই স্বাস্থ্যকেন্দ্রে আসতে চান না। তাপস সিং বলেন এই বেহাল রাস্তার উপর দিয়ে আসা যাওয়া গিয়ে এক প্রসূতি মায়ের সন্তান নষ্ট হয়ে যায়। ৭-৮টি গ্রামের প্রসূতির মায়েরা পরিষেবা নিতে আসেন এই স্বাস্থ্য কেন্দ্রে। অনেকে অসুস্থ হয়ে পড়েন। রেশন সামগ্রী সহ অন্যান্য সামগ্রী আনতে নানান সমস্যার সম্মুখীন হন স্থানীয়রা। এলাকার বাসিন্দা, গৌতম কুমার মন্ডল, জিতেন সিং, দিপালী সিং, অচিন্ত্য চ্যাটার্জী প্রমুখ বলেন, এই রাস্তার জন্য বিভিন্ন সময়ে পথ অবরোধ , বিডিওকে স্মারকলিপিক প্রদান, বিভিন্ন স্তরে প্রশাসনকে বারবার জানিয়ে এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরে ফোন করেও কোনো কাজ হয়নি। তাই আমরা দল-মত নির্বিশেষে দুই গ্রামের মানুষজন আগামী লোকসভা ভোট বয়কটের ডাক দিয়েছি।তৃণমূল কংগ্রেস নেতা ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শীতেশ ধাড়া বলেন, কোন এলাকার উন্নয়নের সময় আমরা কোন রাজনীতির রং দেখি না। বিশেষত পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট মানুষের এই আশু সমস্যা সমাধানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ডেবরা ব্লক। তাই পশ্চিম মেদিনীপুর জেলায় রাস্তা তৈরিতে প্রথম সবং দ্বিতীয় স্থান অধিকার করেছে ডেবরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct