নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: মহারাষ্ট্রের শির্ডী এলাকায় ম্যান হোলে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হরিশ্চন্দ্রপুরের একজন শ্রমিকের। গুরুতর আহত আরো দুই শ্রমিক। ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। জানা যায়, সেখানে ম্যানহোলে নেমে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কবলে পড়ে মৃত্যু হয় এক শ্রমিকের।ওই মৃত শ্রমিকের নাম মোহাম্মদ মাহবুব আলম(৩০)। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাটিয়ন গ্রামে।এই ঘটনায় আরো পাঁচজন শ্রমিক গুরুতর আহত হয়েছে।এদের মধ্যে দুই শ্রমিকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে।এই দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।তাদের নাম উদ্ধার করা সম্ভব হয়নি।মৃত মাহবুবের পরিবারের লোকেরা জানিয়েছেন,ওই ঠিকাদারি সংস্থা থেকে ইতিমধ্যেই ১৫ লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। রবিবার রাতেই মহারাষ্ট্র থেকে মৃতদেহ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct