সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: জলঙ্গিতে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী আবু তাহের খানকে চ্যালেঞ্জ সিপিএম প্রার্থী মহঃ সেলিমের! প্রার্থী ঘোষণার পর মুর্শিদাবাদের জলঙ্গিতে প্রথম নির্বাচনী প্রচারে মহঃ সেলিম। রবিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কমরেডদের নিয়ে রাস্তায় সিপিআইএম রাজ্য সম্পাদক তথা প্রার্থী মহঃ সেলিম। গতকাল প্রার্থী ঘোষণা পর মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। রাতেই মুর্শিদাবাদে পৌঁছানোর পর বাম কংগ্রেস নেতৃত্বের সাথে কথা বলে রবিবার সকালে নির্বাচনী কর্মীসভা শেষে মিছিল করে ভোট প্রচার শুরু করেন সাগর পাড়া রক্সীর মোড় এলাকায়। দেশে নাগরিকত্ব বাঁচাতে, সংবিধান বাঁচাতে , গণতন্ত্র বাঁচাতে, মানুষের অধিকার দাবির স্বার্থের পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আসন্ন লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস সমর্থীত প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টে পাঠানোর আহ্বান করেন। আর এই নির্বাচনকে সামনে রেখে শাসকদলের পাশাপাশি ভোট প্রচারে নামলেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মহঃ সেলিম। ভোট প্রচার শুরু করলেন মুর্শিদাবাদের জলঙ্গির সাগরপাড়ায়। নির্বাচনী প্রচারে বিস্ফোরক মন্তব্য মোহাম্মদ সেলিমের তৃণমূলের কথা এখন আর কেউ বলছে না,’ভয়ে লুকিয়ে আছে তৃণমূল। পরিযায়ী শ্রমিকদের স্বার্থে লড়াইয়ের মাঠে নেমেছি বলেও তিনি দাবি করেন। জয় প্রসঙ্গে তিনি বলেন মানুষকে জিজ্ঞাসা করুন মিছিলের লোক দেখে নির্ণয় করুন ‘কে’ জিতবে।এদিনের ভোট প্রচার কর্মসূচী থেকে বিদায়ী সাংসদ আবু তাহের খানকে এলাকার কাজ নিয়ে চ্যালেঞ্জ ছুড়েন।এমনকি গত পাঁচ বছর সাংসদ কে দেখা যায়নি এলাকায় আর এখন ভোট আসতেই বড়ো বড়ো হোডিং এ ছবি লাগিয়ে বেড়াচ্ছে তবেই বোঝা যাচ্ছে আবু তাহের খান সাংসদ ছিলেন । বাম প্রার্থী মোঃ সেলিম আরো বলেন আমরা যখন পার্লামেন্টে ছিলাম তখন সাহস হয়নি এন আর সি সি এ এ বিল পাস করানো কিন্তু যখন তৃণমূলের সংসদে গিয়েছেন তখন বিল পাস হয়ে গেলো কোনো বিরোধী করা তো দূরের কথা অনেক সাংসদ বিলের বিরুদ্ধে ভোট দেওয়া থেকেও বিরত ছিলেন ।তাই বিজেপি আর তৃণমূল এরা একে অপরের বন্ধু তাই এদের বিরুদ্ধে ভোট দিতে হবে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct