আপনজন ডেস্ক: ফ্রান্স ০ : ২ জার্মানি। লিওঁর গ্রুপামা স্টেডিয়ামের ৬০ হাজার ছুঁই ছুঁই দর্শক নড়েচড়ে বসা দূরে থাক, কোনো কিছু বুঝে ওঠার সুযোগটুকুও পাননি। তার আগেই গোল। কিক অফ হতে না হতেই ফ্লোরিয়ান ভাইর্টৎস ২৫ গজ দূর থেকে ফ্রান্সের জাল কাঁপিয়ে যখন ফরাসিদের হতভম্ব করে দিলেন, ম্যাচের বয়স তখন ৭ সেকেন্ড! জার্মানির ফুটবল ইতিহাসে এখন এটাই দ্রুততম গোলের রেকর্ড। ভাইর্টৎসের আগে জার্মানির দ্রুততম গোলের রেকর্ডটা ছিল লুকাস পোডলস্কির। ২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ৯ সেকেন্ডে গোল করেছিলেন পোডলস্কি। বায়ার লেভারকুসেনের হয়ে বুন্দেসলিগার শিরোপা জিততে চলা ভাইর্টৎসকে আজ বলের জোগান দিয়েছেন কে? টনি ক্রুস—৩ বছর পর অবসর ভেঙে যিনি জার্মান জাতীয় দলে ফিরেছেন। দ্বিতীয়ার্ধের শুরুতে কাই হাভার্টজ দলের দ্বিতীয় গোলটি করে ক্রুসের প্রত্যাবর্তনের রাতটা রাঙিয়ে তুলেছেন। ২–০ গোলের জয়ে ফ্রান্সকে আজ তাদেরই মাঠে নিজেদের শক্তিও দেখিয়ে দিয়েছে জার্মানি। গত বছরের সেপ্টেম্বরে নিজেদের সর্বশেষ ম্যাচেও ফ্রান্সকে হারিয়েছিল জার্মানি। ওই ম্যাচের ফল ছিল ২–১। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর থেকে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলল ফ্রান্স। এর মধ্যে হেরেছে মাত্র দুটিতে। দুটিই জার্মানদের বিপক্ষে। আগামী জুন–জুলাইয়ে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে জার্মানি। ঘরের মাঠে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে খেলতে নামার আগে ফ্রান্সের বিপক্ষে টানা দুই জয় স্বাভাবিকভাবেই দলের আত্মবিশ্বাস বাড়াবে। ম্যাচ শেষে জার্মান কোচ ইউলিয়ান নাগলসমান সে কথাই বলেছেন, ‘এই ম্যাচ থেকে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আমরা আজ দারুণ খেলেছি এবং সঠিক পথেই আছি।’কিক অফের ৭ সেকেন্ড পরেই গোল করা নিয়ে টনি ক্রুস বলেছেন, ’ম্যাচের আগে আমরা এটা অনুশীলন করেছি। আসলে এভাবে গোল করার পরিকল্পনা আমাদের আগে থেকেই ছিল।’ আজকের রাতটাকে দ্রুততম গোলের রাত বলাটাই যথার্থ হবে। আরেক প্রীতি ম্যাচে অস্ট্রিয়ার ক্রিস্টফ বমগার্টনার স্লোভাকিয়ার বিপক্ষে ৬ সেকেন্ডেই যে গোলটি করেছেন, সেটিকে ফুটবল বিষয়টি ওয়েবসাইট গোল ডট কম আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের দ্রুততম গোল দাবি করেছে। জার্মানির ভাইর্টৎজের গোলে ক্রুসের সহায়তা থাকলেও অস্ট্রিয়ার বমগার্টনার কিক অফের পর মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে একক প্রচেষ্টায় গোল করেছেন। তবে দুই ম্যাচের ফলটা মিলে গেছে। জার্মানির মতো অস্ট্রিয়াও জিতেছে ২–০ ব্যবধানে। বমগার্টনারের বিশ্বরেকর্ড গড়া গোলের পর আরেক গোল করেছেন আন্দ্রেয়াস ভাইমান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct