সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত পাথরচাপুড়ীতে বিরাজমান হযরত দাতা মেহবুব শাহ ওলির ১৩২ তম পবিত্র উরস মোবারক ও সপ্তাহব্যাপী মেলার শুভসূচনা করা হয় শনিবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে।শুরু হল। দাতা বাবার মাজার সংলগ্নমসজিদের মোয়াজ্জেন কামাল উদ্দিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে পবিত্র উরস মোবারক ও মেলার শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী সংগীতে ফকিরি গান পরিবেশন করেন প্রিয়াঙ্কা সরকার খান। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় মসজিদের পেশ ইমাম মাওলানা শওকত আলী। কথিত আছে যে,সুদূর ইরান থেকে হযরত দাতা মাহবুব শাহ ওলি বীরভূমের পাথরচাপুড়িতে আসেন এবং এখানেই তিনি সুফি সাধক হিসেবে খ্যাতি অর্জন করেন। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, দাতাবাবার মাজার সর্বধর্ম সমন্বয়ের একটি প্রতীক। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এখানে নিজেদের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে আসেন। তিনি আরও বলেন যে, এই মেলা তথা মাজারের উন্নয়নে বর্তমান রাজ্য সরকারের যথেষ্ট অবদান রয়েছে। গত ৯ মাসে ৯ কোটি টাকার উপর বর্তমান রাজ্য সরকার সংস্কার কার্যে খরচ করেছেন। আগামীতেও এই সরকার আরো অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন। জেলা সভাধিপতি কাজল শেখ ছাড়াও উপস্থিত ছিলেন নানুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, নগরী গ্রাম পঞ্চায়েত প্রধান পদ্মা বাগদি সহ বহু বিশিষ্ট জনেরা। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন জেলার প্রখ্যাত সঞ্চালক বরুন দাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct