নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর, আপনজন: ইস্পাত নগরীর মেঘনাদ সাহা হাইস্কুল, সিটি সেন্টারের বিদ্যাসাগর প্রাঃ স্কুল, বিজরা হাইস্কুল ও সগড়ভাঙ্গা হাই স্কুলে বিশ্ব জল দিবসের আলোচনা, ক্যুইজ ও দামোদর বাঁচানোর সমীক্ষা পত্র পূরণ করা হয়। ইস্পাত বিজ্ঞান কেন্দ্র,ডাঃ কাদম্বিনী গাঙ্গুলী বিজ্ঞান কেন্দ্র ও আঃ সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান কেন্দ্রের পক্ষে বিশ্ব জল দিবসের অনুষ্ঠানগুলি থেকে জল ও নদী বাঁচানোর অঙ্গীকার গ্রহণ করা হয় ও বসন্ত উৎসবের সূচনা করা হয়। আলোচক রূপে ছিলেন পঃবঃবিজ্ঞান মঞ্চে’র রাজ্য কমিটির সদস্য রাম প্রনয় গাঙ্গুলী, রাজ্য কাউন্সিল সদস্য শ্রীকান্ত চট্টোপাধ্যায়, পঃবর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য দেবব্রত চৌধুরী,বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ নিজামুদ্দিন,সগরভাঙা হাইস্কুলের শিক্ষক রাজীব চ্যাটার্জী ও বিদ্যাসাগর মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তৃষা দে। ক্যুইজ পরিচালক রূপে ছিলেন ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের কার্য্যকরী সভাপতি অশোক ভাদুড়ী ও ডারুইন বিজ্ঞান চক্রের সম্পাদিকা মৌসুমী চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের সভানেত্রী অরুন্ধুতি ভাদুড়ী, কোষাধ্যক্ষ অমিয় দত্ত, সদস্য স্বপন মিশ্র, শিক্ষক শেখ আজম, শিক্ষিকা কাকলি ধাড়া, অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ জালালউদ্দিন ও শিক্ষিকা তৃপ্তি বিশ্বাস প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct