সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: নির্বাচনের আগেই বিজেপি তাদের প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করেন তার পরে তৃণমূল কংগ্রেসের রাজ্যর ৪২ আসনেই দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন ব্রিগেডের সভা থেকে তার পর প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট পরে কংগ্রেস ঘোষণা করেন তার পরেও বাদ থেকে যায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা। এই কেন্দ্রে মহ সেলিমের নাম নিয়ে জল্পনা চলছিল দীর্ঘ দিন ধরে অবশেষে শনিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে বামেদের পক্ষ থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন মহ সেলিমের নাম আর সেই ঘোষণা হতেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের রানীনগর , ডোমকল, জলঙ্গিতে মিছিল ও দেওয়াল লিখন শুরু করে দেয়।নাম ঘোষণা নিয়ে বাম নেতৃত্বরা বলেন মোহাম্মদ সেলিম মানুষের আবেগ তাই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তার নাম ঘোষণা হতেই আনন্দ উল্লাস শুরু করে দিয়েছে বাম সমর্থিত কর্মী সমর্থকরা। এ বিষয়ে সাদিখান দেয়ার এরিয়া কমিটির সম্পাদক আহসান আলী বলেন নাম ঘোষণা হওয়ার এক ঘন্টার মধ্যে বিভিন্ন এলাকায় মিছিল ও দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন বাম কর্মী সমর্থকরা। তবে মহাম্মদ সেলিমকে বিপুল ভোটে জয়ী করে পার্লামেন্টে পাঠানোর কথাও জানান এদিন বাম সমর্থকরা।তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবার হাড্ডা হাড্ডি লড়াই হবে। মোহাম্মদ সেলিমের নাম ঘোষণা হতেই সাদিখান দেয়ার এরিয়া কমিটির সাদিখান দেয়ার বাজার ও ভাদুরিয়া পাড়া বাজারে মিছিল করে দলীয় প্রার্থীকে সমর্থন জানান।এই কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন বিধায়ক গৌরী শংকর ঘোষ,তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ আবু তাহের খান, আইএসএফ প্রার্থী হাবিব সেখ,বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী মোঃ সেলিমের নাম ঘোষণা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct