নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক, আপনজন: ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ের উপরে কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক অধ্যাপিকা দের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট এর জন্য শর্ট টারম কোর্স এর আয়োজন করা হয়েছিল আলীগড় মুসলিম ইউনিভার্সিটির ইউজিসি এইচআরডিসি এবং কালিয়াচক কলেজের যৌথ পরিচালনায়। পশ্চিমবাংলার একটি অনন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এই কালিয়াচক কলেজ, প্রায়ই প্রতিবছর, বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা দের প্রশিক্ষণমূলক উচ্চ পর্যায়ের এই ধরনের কোর্সের আয়োজন করে থাকে। আলীগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাসে অবস্থিত ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অনুমোদিত হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার এর পরিচালনায় ভারতবর্ষের উচ্চ শিক্ষার শিক্ষকদের স্কিল ডেভেলপমেন্ট এর ব্যবস্থা গ্রহণ করা হয় তার সঙ্গে পূর্ব ভারতের কালিয়াচক কলেজ সহযোগিতা করেই অত্র অঞ্চলের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের জন্য এই ধরনের প্রয়াস অব্যাহত রেখেছে। এবারের অনলইন পদ্ধতিতে আয়োজিত সপ্তাহব্যাপী এই কোর্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের প্রায় চল্লিশ জন অধ্যাপক অধ্যাপিকা সুযোগ গ্রহণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ৭ দিনের এই কোর্স ১৬ই মার্চ উদ্বোধন করেন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক এবং কোর্স কো-অর্ডিনেটর ডক্টর আসিম জাফর। তত্ত্বাবধানে ছিলেন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইউজিসি এসআরডিসির ডাইরেক্টর প্রফেসর ফাইজা আব্বাসী, টেকনিক্যাল পারসন এমএস মাজাহার জায়দী। কালিয়াচক কলেজের পক্ষ থেকে হোস্ট ইন্সটিটিউশন কর্ডিনেটর অধ্যক্ষ ডঃ নাজিবর রহমান, সহযোগিতা করেন এই কলেজের আরবি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মুজতবা জামাল। সপ্ত দিনব্যাপী এই কোর্সে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সন্নিবিষ্ট ছিল সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্লাস রুমে মুডল ব্যবহার , শিক্ষাদান এবং গবেষণায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রয়োগ, লার্নারস সেন্ট্রিক ই কনটেন্ট তৈরির ক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ, শিক্ষাদান ও পরীক্ষা পদ্ধতিতে টেকনোলজির ব্যবহার, ন্যাশনাল এডুকেশন পলিসি টুয়েন্টি-টুয়েন্টি এবং শিক্ষাদানের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, ইত্যাদি।আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং এন্ড অ্যাডমনিস্ট্রেশন, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, ডঃ আম্বেদকার বিশ্ববিদ্যালয়, ভারতী বিদ্যাপীঠ ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এন্ড ম্যানেজমেন্ট এর খ্যাতনামা অধ্যাপক ও গবেষকগণ রিসোর্স পারসন হিসেবে যোগদান করেন। ভ্যালিডেক্টরি সেশানে কালিয়াচক কলেজের অধ্যক্ষ ডক্টর নাজিবর রহমান উল্লেখ করেন ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ তাদের গুণমান বৃদ্ধির জন্য অধ্যাপক অধ্যাপিকা দের দক্ষতার উন্নয়ন প্রয়োজন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct