অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: সঠিক সময়ে খাবার না পেয়ে বিক্ষোভ ভোট কর্মীদের। পাশাপাশি খাবারের গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন ভোট কর্মীরা। অন্যদিকে, বিক্ষোভের খবর পেয়ে প্রশিক্ষণ কেন্দ্রে ছুটে আসেন পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ভোট কর্মীদের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেন তাঁরা। জানা গিয়েছে, শনিবার আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোট কর্মীদের প্রথম দফার প্রশিক্ষণ শুরু হয় জেলা জুড়ে। সকাল দশটায় ভোট কর্মীদের প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হবার জন্য নির্দেশ দেয়া হয়। জেলার গঙ্গারামপুর মহকুমা এবং বালুরঘাট মহকুমা মিলিয়ে প্রায় ৫ টি জায়গায়র প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয় ভোট কর্মীদের প্রশিক্ষণ পর্ব। ভোট কর্মীদের অভিযোগ, দুপুর ৩ টে বেজে গেলেও অধিকাংশ কর্মীকে খাবার দেওয়া হয়নি। আবার খাবার পেলেও তার গুণগত মান খারাপ বলেই অভিযোগ তোলেন ভোট কর্মীরা। এর পরেই ভোট কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এডিএম ইনচার্জ সুব্রত মোহন্ত, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা,ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা।এ বিষয়ে প্রশিক্ষণ নিতে আশা এক ভোট কর্মী সুব্রত কমার দে জানান, ‘প্রায় তিনটে বেজে গেছে অথচ আমরা প্রচুর ভোট কর্মী এখনো খাবার পায়নি। খাবারের মান ভালো নয়।’ এবিষয়ে এডিএম ইনচার্জ সুব্রত মোহন্ত জানান, দুপুরের খাবারের যে সময় ছিল তার থেকে কিছুটা দেরিতে খাবার পৌঁছেছে। দুই মহকুমার প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে খাবার একটু দেরিতে পৌঁছেছিল। ফলে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। খাবার বিতরণ করা হয়ে গেছে।পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct