সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলির। সামনেই লোকসভা নির্বাচন এবং নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। ইতিমধ্যেই প্রার্থী তালিকও ঘোষণা হয়েছে এবং চলছে জোর কদমে প্রচার। আর ঠিক লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে পঞ্চায়েতের বিরুদ্ধে হাজার হাজার টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে শাসক বিরুদ্ধে রাজনৈতিক দলগুলি। এ ছবি বাঁকুড়া জেলার বাঁকুড়া এক নম্বর ব্লকের আচুরি গ্রাম পঞ্চায়েত এলাকার। স্থানীয় বাসিন্দাদের দাবি , আচুরি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ জল সরবরাহের জন্য দুটি নতুন জলের ট্যাংক এনেছেন। পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে যার বাজার মূল্য দেখানো হচ্ছে ৩ লক্ষ ৯২ হাজার ৬৮৬ টাকা আর এখানেই আর্থিক দুর্নীতির গন্ধ পাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি। তাদের আরো দাবি , এই দুটি নতুন জলের ট্যাংকের মূল্য সর্বাধিক দু লক্ষ টাকা হতে পারে তার বেশি নয়। তাই তারা মনে করছেন পঞ্চায়েত কর্তৃপক্ষ আর্থিক দুর্নীতি করেছেন। ইতিমধ্যেই এই অভিযোগ তুলে এলাকার সাধারণ মানুষের পক্ষ থেকে বাঁকুড়া এক নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে শাসকবিরোধী সিপিআইএম তারাও সরব হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। পঞ্চায়েত অফিসের সামনে সিপিআইএমের পক্ষ থেকে একটি পোস্টার দেওয়া হয়েছে। যেখানে লাল কালিতে লেখা রয়েছে ‘বাজার মূল্য থেকে বেশি দামে পঞ্চায়েতে জলের ট্যাঙ্ক কিনে সাধারণের টাকা লুট করা চলবে না।’ গণেশ দে নামে এক স্থানীয় বাসিন্দা জানান , ইতিমধ্যেই আমরা এই ঘটনার কথা পঞ্চায়েত প্রধান এবং ভিডিওকে জানিয়েছি যতক্ষণ না এর সদুউত্তর পাচ্ছি ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসকবিরোধী রাজনৈতিক তরজা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct