মনিরুজ্জামান, বারাসত, আপনজন: মিমনুর প্রাথমিক বিদ্যালয় সমুয়ের জেলা পর্যায়ের ২০২৪ সালের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগাসনে বালক ‘ক’ বিভাগে প্রথম হয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় সুযোগ পায়।মুর্শিদাবাদের বহরমপুরে অনুষ্ঠিত ৩৯ তম রাজ্যস্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মিমনুরের পারফরমেন্স কেমন হয় সে দিকে লক্ষ্য ছিল সকলের।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় বালক ‘ক’ বিভাগে দক্ষিণ কলসুর তরফদার পাড়া এফ পি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র মিমনুর মন্ডল যোগাসনে দ্বিতীয় স্থান অধিকার করেছে। মিমনুরের এই সাফল্যে সকলেই খুব খুশি।মিমনুরের বাবা আজগার আলী মন্ডল বলেন,আমার সীমিত সামর্থের মধ্যে থেকেও ছেলেকে এইরকম একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি।কিন্তু আর্থিক সামর্থ্যের কারণে কতদিন পারব জানিনা।তবে সরকারি সাহায্য পেলে মিমনুর আরও উন্নতি করতে পারবে।আরও ভালো জায়গায় উঠবে।তার যোগা শিক্ষক শিবু গোলদারের কথায়,অক্লান্ত পরিশ্রমের পুরস্কার পেয়েছে মিমনুর। সে আরও অনেক দূর যাবে।ওর মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার একটা জেদ আছে।মনে আছে একটা ইচ্ছাশক্তি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct