জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: প্রতিবেশীর মারে গুরুতর আহত ব্যক্তি। ক্ষুব্ধ পরিবারসহ এলাকাবাসী। ঘটনায় চাঞ্চল্য হুগলি চুঁচুড়া পৌরসভার মোঘলটুলি এলাকায়। স্থানীয় সূত্রের খবর এলাকার বছর চল্লিশ এর ব্যক্তি অমল খান রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। সে সময় পেছন থেকে অতর্কিতে স্থানীয় আরেক ব্যক্তি মাজিদ অমলের মাথায় দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলে সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়েন অমল। এরপরই স্থানীয় পরিবারের লোকজন তাকে তরিঘড়ি সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। ঘটনায় পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় চুঁচুড়া থানায়। কিন্তু ঘটনার চারদিন অতিবাহিত হয়ে গেলেও অভিযুক্তকে আটক পর্যন্ত করেনি পুলিশ এমনই অভিযোগ আহতের পরিবার পরিজনদের। সহযোগিতার না মেলায় অবশেষে দিন আহত অমলের পরিবারের লোক ও এলাকাবাসীরা এদিন মাজিদ কে আটক করে পুলিশের হাতে তুলে দিতে গেলে সেখান থেকে চম্পট দেয় মাজিদ। ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ বাহিনীও। ঘটনায় পুলিশী নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন আহত অমলের পরিজনসহ এলাকাবাসীরা। আজ সকালে
দোষীকে গ্রেপ্তারের দাবিতে চুঁচুড়া ইমামবাড়া সদর হসপিটালের সামনে পথ অবরোধ এলাকাবাসীদের। ঘটনাস্থলে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনা প্রসঙ্গে জানা যায় গত সোমবার বিকেলে চুঁচুড়ার মোগলটুলি এলাকায় চুঁচুড়ার হোসেন গলির বাসিন্দা অমল খানের সাথে স্থানীয় মাজিদ আনসারীর ঝামেলা হয়। অমল খানের পরিবারের অভিযোগ সেই সময় মাজিদ একটি বাঁশ দিয়ে অমলকে মাথার পিছনে আঘাত করে। তাতেই গুরুতর জখম হয় অমল। এর পরেই স্থানীয়রা অমলকে চুঁচুড়ার ইমামবাড়া সদর হসপিটালে ভর্তি করায়। পরের দিন অমলের পরিবারের পক্ষ থেকে মাজিদের নামে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করে। তারপর থেকেই পলাতক ছিল মাজিদ। আজ সকালে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে অমলের মৃত্যু হয়। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। দোষীকে গ্রেপ্তারের দাবিতে হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। অবশেষে দোষীকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। অমলের মৃত্যু সংবাদ পেতেই এলাকায় মাজিদের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত এলাকাবাসী। তারপরেই চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী সহ কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয় এলাকায়। পরে থানায় পৌঁছায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, তিনি বলেন যারা এই কুকর্মের সাথে যুক্ত আছে তাদের শাস্তি অবশ্যই হবে, অবশেষে মাজিদ আনসারী কে গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে চুঁচুড়া থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct