সুব্রত রায়, কলকাতা, আপনজন: ২০০ ঘণ্টা পার। এখনো অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করেনি বিজেপি। বাংলা টাকা পায়নি। তারা চুপ। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন মন্ত্রী শশী পাঁজা।বিজেপি বাংলার জন্য ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না মন্তব্য শশী পাঁজার।কেজরিওয়ালকে গ্রেফতার প্রসঙ্গে শশী পাঁজা বলেন,তীব্র নিন্দা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচিত মুখ্য মন্ত্রীকে গ্রেফতার। ভোটের সময় কালের মধ্যে কি ভাবে ইডি গ্রেফতার করে যখন নির্বাচন কমিশনের হাতে সব। বিরোধীদের টার্গেট করছে বিজেপি। হেমন্ত সোরেন তারপর কেজরিওয়াল। ইলেকশন কমিশন ফ্রী আর ফেয়ার ইলেকশন করতে পারবেন? প্রশ্ন তুললেন শশী পাঁজা। বাংলা ডিজি আর আধিকারিকদের পাল্টানো হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এর আধিকারিকদের পাল্টানো হচ্ছে না কেনো? অবাধ নির্বাচন হবে তো?বিজেপি ছাড়া অন্য রাজ্য গুলোতে আধিকারিক দের বদলনো হয়েছে। মন্তব্য,শশী পাঁজার। তিনি বলেন, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি আয়কর দফতরের তল্লাশি।রাজনৈতিক প্রতিহিংসা। নির্বাচনকে ডিস্টার্ব করার চক্রান্ত। অসফল হবে। বিজেপি ইডি আর সিবিআই কে নিয়ে থাকুক। বিজেপি ভয় পেয়েছে। এন ডি এ সাথে নেই। বিজেপি করলেই সব মাফ। ৯৬ শতাংশ অবিজেপি রাজ্যে পৌঁছাচ্ছে কেন্দ্রীয় সংস্থা, অভিযোগ শশী পাঁজার। তিনি আরও বলেন, ইন্ডিয় জোটে তৃণমূল ছিল ,আর আছে। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ভালো। কিন্তু বাংলায় অধীর রঞ্জন কংগ্রেস চলে। উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, শুক্রবারও করেছেন। শশী পাঁজা বলেন, শুক্রবার আমাদের টিম ইন্ডিয়া জোটের প্রতিনিধি হয়ে যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct