সেখ মহম্মদ ইমরান, কেশপুর, আপনজন: কেশপুরে ফাঁকা ময়দানে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। শুক্রবার বিকালে ছিল ঘাটাল লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের রোড শো। উচ্ছ্বাসে ভাসলো তৃণমূল কংগ্রেসের নেতা , কর্মী সহ আমজনতা। আমি কেশপুরেই ছেলে। আমি কেশপুরে মানুষের কাছে ভোট চাইতে আসিনি, আমি এসেছি মানুষের আশীর্বাদ নিতে । রাজনীতির ময়দানে পাঁচ বছর, দশ বছর কেটে গেলে মানুষের ভালোবাসা কমে যায় কিন্তু আজকে আমি এই রোড শো থেকে বুঝতে পারছি আমার ভালোবাসা কমেনি বরঞ্চ ভালোবাসা আরো বেড়ে গেছে , কেশপুরে রোড শো শেষে বললেন দীপক অধিকারী। তিনি এদিন আরো বলেন, আজকের রোড শো থেকে বুজতে পারছি আগামী পাঁচ বছর আমি থাকছি। এদিন কেশপুর কলেজ মোড় থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত বিশাল রোড শো অনুষ্ঠিত হয়। রাস্তার দুইপাশে কাতারে কাতারে মানুষ দেব কে দেখতে ভিড় জমায়। রোড শো’র পরে কেশপুর অডিটোরিয়ামে কর্মী বৈঠক করেন। রোড শো শুরুর আগে প্রচুর কর্মী সমর্থক জড়ো হয়ে যাওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ প্রসঙ্গে সাংবাদিকদের সামনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী বলেন, দেবের সামনে সকলে আসতে চাই , এটা একটা আবেগের মুহূর্ত ছিল। সকলে সেলফি এবং ফটো তুলতে চেয়েছিল, সেই নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। তবে দু মিনিটের মধ্যে এটা সমাধানও হয়ে গেছিল।সেই সঙ্গে ইডি প্রসঙ্গে বলেন, আমি কি, সেটা তো আমি জানি! ইডি আমাকে যতবারই ডাকুক না কেন, আমি ততবারই উপস্থিত হব। এজেন্সি থেকে লুকিয়ে থাকা যায় না, যদি কেউ অপরাধ করে সে ভয় পাবে, আমি নই। পাশাপাশি কেশপুরের সকল কর্মীদেরকে একসাথে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।এদিন রোড শো এ মন্ত্রী শিউলি সাহা, জেলা সভাপতি আশীষ হুদাইত, তৃণমূল নেতা মহম্মদ রফিক, ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা, যুব সভাপতি আসিফ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।অন্যদিকে ঘাটালে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হলেও এখন পর্যন্ত কেশপুরে প্রচার শুরু করে নি। আবার সিপিএমের এখন পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণাই হয়নিদেবের রোড শো প্রসঙ্গে সিপিএম নেতা তাপস সিনহা বলেন, তৃণমূল এখন একটি ক্ষয়িষ্ণু দল। এখন ওরা প্রচার করে ক্লান্ত হয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct