মুহাম্মদ জাকারিয়া, করণদিঘী, আপনজন: ছাত্র-ছাত্রীদের বিশেষ করে মেয়েদের শিক্ষার উন্নয়নের একাধিক প্রকল্প গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই স্বপ্নভঙ্গ হতে চলেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনায় অবস্থিত রাহাতপুর হাই মাদ্রাসায়, কারণ রাহাতপুর হাই মাদ্রাসায় ছাত্রী নিবাস দীর্ঘ বছর ধরে সংস্কারের অভাবে বন্ধ হয়ে রয়েছে। এতে দূর-দূরান্ত থেকে আসা ছাত্রীরা সমস্যায় পড়েছে বলে জানা যায়। এই নিবাসটি ২০১৪ সালে উদ্বোধন করা হয়। এই স্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, প্রথম একটা বছর মেয়েরা নিজেরাই খরচ চালিয়েছে, কিন্তু সেই সময় স্টাফ ও মেনটেনেন্স বাবদ ১ লক্ষ ৭৬ হাজার টাকা বকেয়া পড়ে যায়, ২০১৬ সালের সেই টাকা এখন পর্যন্ত পায় নাই বলে আক্ষেপ প্রকাশ করেন সাইদুর বাবু। এরপর কোভিডের সময় থেকে ওই ছাত্রী নিবাসটি আর চালু হয়নি। মেয়েদের জন্য চালু হয়েছিল। প্রতি বছর ভালো সংখ্যক ছাত্রী এই নিবাসে থেকে পড়াশোনা করতেন। এছাড়া তিনি জানান, বহুবার এই ছাত্রী নিবাস চালু হওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছি, কিন্তু এখনও তার কোনো সদুত্তর পাইনি। সরকারের কাছে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct