আপনজন ডেস্ক: অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লাল কার্ড দেখার পর আরো বড় শাস্তি পেলেন জাভি এর্নান্দেস। লাল কার্ডের জেরে এবার লা লিগায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন বার্সেলোনা কোচ। একই সঙ্গে জাভিকে ৬০০ ইউরো ও ক্লাবকে ৭০০ ইউরো জরিমানাও করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটি।অ্যাতলেতিকো মাঠে সেদিন ৩-০ গোলে জিতেছিল বার্সেলোনা। কিন্তু প্রথমার্ধে কয়েকবার উত্তেজিত হতে দেখা যায় জাভিকে। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করেন তিনি। ফলে কয়েক মিনিটের ব্যবধানে দুইবার হলুদ কার্ড দেখে ডাগ আউট ছাড়তে হয়েছে তাঁকে।ধারণা করা হচ্ছিল, তিন ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন জাভি। সে ক্ষেত্রে মিস করতে হতো আগামী মাসে এলক্লাসিকো লড়াই। কিন্তু তা হয়নি। দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় এলক্লাসিকোর লড়াইয়ে ডাগ আউটে থাকবেন জাভি।আন্তর্জাতিক বিরতির পর লাস পালমাস ও কাদিসের বিপক্ষে ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না জাভি। ২১ এপ্রিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরবেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct