অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: পরিস্রুত পানীয় জলের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। মূলত গ্রামের মহিলারা এদিন জলের বালতি, কলস ও অন্যান্য জল ধরার সামগ্রী নিয়ে পথ অবরোধে শামিল হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনাহার এলাকার ঘটনা।জানা গিয়েছে, শুক্রবার সকাল ১১ ট নাগাদ মদনাহার এলাকার মহিলারা পানীয় জলের দাবিতে তপন-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনায় আটকে পড়ে বেশ কিছুক্ষণের জন্য রাজ্য সড়কের উপর দিয়ে যান চলাচল। গ্রামের মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন থেকেই পরিশ্রুত পানীয় জলের সমস্যায় ভুগছেন তারা। এলাকায় থাকা নলকূপ দিয়ে কোনরকম জল উঠছে না। একমাত্র সাবমারসিবল টি দিয়ে কোনরকমে জলের চাহিদা মেটানো হলেও বর্তমানে সেটি অকেজো হয়ে রয়েছে। এর ফলে জলের জন্য বেশ সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এর ফলেই এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখা থাকেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ।এ বিষয়ে পথ অবরোধের শামিল এক মহিলা জানেন, ‘সৌর বিদ্যুৎ চালিত পরিশ্রুত পানীয় জলের মেশিনটি বিকল হয়ে রয়েছে। অন্যদিকে মার্ক-টু গুলি থেকে কোনরকম জল উঠছে না। প্রতিবছর এইসময় এই জলের সমস্যায় ভুগতে হয় আমাদের। জেলা প্রশাসনের কাছে আমাদের দাবি আমাদের এলাকায় জলের ব্যবস্থা করে দেয়া হোক। না হলে আমাদের এই অবরোধ চলতে থাকবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct