নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: পীরের মাজার থেকে বেরিয়ে বিজেপি সরকারের তৈরি ডিটেনশন ক্যাম্পকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের চাঁচল বিধানসভার রশিদাবাদ ও বরুই গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে এসে বিজেপি সরকারের তৈরি ডিটেনশন ক্যাম্পকে হিটলারের গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করার পাশাপাশি গুড়িয়ে দেওয়ার নিদান দিলেন তিনি। প্রসূন বলেন ‘মোদি ও অমিত শাহ দিল্লিতে বসে জমিদারি করছে। সিএএ কালা আইন লাগু করেছে। বাংলার মানুষ তাঁদের কথায় উঠবোস করবে এটা আমরা কখনো হতে দেব না,কথা দিলাম।’ অপরদিকে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলেন ‘তৃণমূল আগে যেভাবে মানুষকে ভুল বুঝিয়ে আসছিল ঠিক সেইভাবে ভোটের আগে আবার মানুষকে ভুল বোঝাতে শুরু করেছে। তৃণমূল মিথ্যা কথা রটিয়ে সাধারণত মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। এদিন মালদা জেলা পরিষদের সদস্যা মর্জিনা খাতুন ও জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের নেতৃত্বে চন্ডিপুর হাই স্কুল মাঠ থেকে শুরু হয় প্রসূনের ভোট প্রচার যাত্রা। চান্ডিপুর রাঁধা গোবিন্দ মন্দির ও পীরের মাজারে গিয়ে প্রার্থনা করেন। এর পর চা দোকানদার থেকে শুরু করে মুদি ও সবজি দোকানদারদের সঙ্গে করমর্দন করে ভোট প্রচারে ঝড় তুলেন। ১০০ শতাংশ জয়ের আশা নিয়ে এলাকার সর্বসাধারণের সঙ্গে কথা বলেন। প্রসূন আরো বলেন ,সাংসদের ভিতরে ও সাংসদের বাইরে চোখ চোখ রেখে কথা বলতে হবে। জমিদার মুক্ত ভারত গড়ে তুলতে হবে।’ উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মুস্তাক আলম বলেন ‘রাহুল গান্ধীর ন্যায় যাত্রা ছিল বিজেপির কালা আইন ও ও স্বৈরাচারীর বিরুদ্ধে।মদি ও দিদি হচ্ছে মুদ্রার এপিঠ-ওপিট।মানুষ এবার কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct