মোল্লা মুয়াজ ইসলাম, কাটোয়া, আপনজন: ২০২৪ এর লোকসভার নির্ঘণ্ট প্রকাশিত হতেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তাদের প্রার্থীদের জয়যুক্ত করানোর জন্য। শুক্রবার কাটোয়া শহরের কাটোয়া স্টেডিয়ামে হল তৃণমূলের জনগর্জন সভা। এই সভা থেকে পরিযায়ী বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার ও বিসর্জন দেওয়ার হুংকার দেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি। তিনি বলেন তৃণমূল কংগ্রেস যা প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতি পালন করে। আর কেন্দ্রের বিজেপি সরকার বাংলায় এসে যত প্রতিশ্রুতি দিয়েছিল তা তা একটাও পূরণ করেনি। তিনি ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে তা প্রমাণ করেন । মোদী এবং অমিত শাহ রা ডেলি প্যাসেঞ্জারের মত ভোটের সময় আসেন আর প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন কিন্তু কোন প্রতিশ্রুতি পালন করেন না। অভিষেক আরও বলেন, বকেয়া আদায়ে তৃণমূল প্রতিশ্রুতি দিয়েছিল। দিল্লিতে ধর্নায় বসা হয়েছিল কেন্দ্র থেকে টাকা ফিরিয়ে আনার জন্য। কিন্তু সে টাকা কেন্দ্র দেয়নি। মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিলেন ১০০ দিনের কাজের এই ৫৯ লক্ষ লোকের একাউন্টে মমতা ব্যানার্জি সরকার টাকা পাঠিয়ে দিয়েছেন। গত দশ বছরে কেন্দ্রের বিজেপি সরকার শুধু মানুষ ঠকানোর কাজ করে গেছে, ৪০০ টাকার গ্যাস বর্তমানে ১১০০ টাকা , ১৯ টাকার কেরোসিন বর্তমানে ৭০ টাকা, ১০০ টাকার চা-পাতা বর্তমানে ২৭০ টাকা ,৩ টাকার ডিম বর্তমানে ৬ টাকা ,৪০ টাকার ডাল বর্তমানে ৮০ টাকা । দ্রব্যমূল্যের কারণে মানুষের জীবন ওষ্ঠাগত। এই ১১০০ টাকার গ্যাসে মমতা ব্যানার্জির দেয়া বিনা পয়সায় চাল ফুটছে। মমতা ব্যানার্জি আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার দেবেন তিনি লক্ষীর ভান্ডার দিয়েছেন। কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতা পেলে তারা লক্ষ্মীর ভান্ডার সহ মমতা ব্যানার্জি সরকারের সমস্ত জনকল্যাণমুখী প্রকল্পগুলো বন্ধ করে দেবে ।কন্যাশ্রী, রূপশ্রী ,সবুজ সাথী ,স্টুডেন্ট ক্রেডিট কার্ড ,কিষাণ ক্রেডিট কার্ড সমস্ত কিছুই শেষ করে দেবে। মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি দেন তা পালন করেন ।কেন্দ্রের বিজেপি সরকার মোদি প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিটি পরিবারকে ১৫ লক্ষ টাকা ও বছরের ২ কোটি বেকারের চাকরি দেবেন । তিনি একটাও প্রতিশ্রুতি পালন করেননি। কিছুদিন আগে তিনি শিলিগুড়িতে বলেছিলেন ৪৫ হাজার কোটি টাকা তিনি পাঠিয়েছেন কিন্তু রাজ্য সরকারের কোন একাউন্টে সে টাকা এসে পৌঁছায়নি। বিজেপির কোন নেতা এ টাকা এসেছে প্রমাণ করতে পারলে তিনি তৃণমূলের হয়ে কোনো সভা-সমাবেশ করবেন না বলে চ্যালেঞ্জ দেন। তার চ্যালেঞ্জ কেউ একসেপ্ট করেননি। ২০১৭-১৮ সালের তালিকায় বাড়ি তৈরির জন্য কোনো টাকা কেন্দ্র পাঠানি তার কারণ রাজ্যে বিধানসভায় বিজেপির পরাজয়। হারার পর এক টাকাও পাঠাননি যদি কেউ প্রমাণ করতে পারেন তিনি রাজনীতি ছেড়ে দেবেন। আমরা মোদীজিকে শ্বেতপত্র প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি তিনি সি এ এ এর কাগজ চাইছেন আর নিজেদের কোন কাগজ নেই। তিন বছর আগে বর্ধমান এসেছিলেন মোদীজি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তারপরে কোন বিজেপির নেতাদের বর্ধমানে খুঁজে পাওয়া যায়নি। কাটোয়া স্টেডিয়ামে অভিষেক ব্যানার্জীর সভায় পূর্ব বর্ধমানের সমস্ত বিধায়কতাই উপস্থিত হয়েছিলেন। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদ ও বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার উপস্থিত ছিলেন। অভিষেক বলেন এখানকার মানুষের চাহিদা ছিল একজন ভালো প্রার্থী দেওয়ার জন্য ডঃ শর্মিলা ঠাকুর একজন মনোরোগ বিশেষজ্ঞ ভদ্র নম্র মানুষ তাকে জয়যুক্ত করুন তিনি এলাকা উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। অভিষেক ব্যানার্জি বলেন তিনি যা প্রতিশ্রুতি দেন তা প্রতিশ্রুতি পূরণ করেন। বাংলা থেকে পরিযায়ী বিজেপিকে উৎখাত করতে হবে তাহলে আগামী দিনে মমতা ব্যানার্জির জনকল্যাণমুখে সমস্ত প্রকল্প ধ্বংস হয়ে যেতে পারে। আপনারাই ঠিক করুন মোদির গ্যারান্টি না দিদির গ্যারান্টি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct