নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: আই পি এস অফিসার দেবাশীষ ধর চাকরিতে ইস্তফা দিলেন। সূত্রের খবর অনুযায়ী কোচবিহার থেকে বিজেপির লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে পারেন তিনি। বৃহস্পতিবার রাজ্যে মুখ্য সচিব বি পি গোপালিকার কাছে ইস্তফা পাঠিয়ে দিয়েছেন আইপিএস অফিসার দেবাশীষ ধর। ভোটের আগে তিনি কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন কিনা তা এখনই স্পষ্ট নয়। সূত্রের খবর অনুযায়ী, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। ২০২১ সালে বিধানসভা ভোটের সময় শিশু তল কুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালানোর পর পুলিশ সুপার দেবাশীষ ধর কে সাসপেন্ড করে কম্পালসারি ওয়েটিং এ রাখা হয়েছে। ওইগুলি চালানোর ঘটনায় চারজন গ্রামবাসীর মৃত্যু হয়েছিল গোটা ঘটনাটি তদন্ত করে সিআইডি। তদন্তে নেমে দেবাশীষ বাবুর সম্পত্তির নথি সংগ্রহ করেন সিআইডি আধিকারিকরা। সেখানে দেবাশীষ বাবুর রায়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির হদিশ পাওয়া যায়। জানা যায় ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে দেবাশীষ বাবুর সম্পত্তি কয়েক গুণ বেড়ে গিয়েছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct