সেখ আবদুল আজিম, ফুরফুরা, আপনজন: সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ফুরফুরা শরীফে আইএসএফের পক্ষ থেকে রাজ্যের আট লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হল। এই প্রার্থী তালিকায় স্থান পায়নি ডায়মন্ড হারবার যেখানে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আগে নিজেই প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এছাড়া বসিরহাট কেন্দ্রে আব্বাস সিদ্দিকীকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করার জল্পনা উড়িয়ে এক তরুণকে প্রার্থী করা হয়েছে।আইএসএফের প্রার্থী তালিকায় যদিও স্থান পেয়েছেন বেশ কয়েকজন অধ্যাপক। তবে, আইএসএফ মুসলিমদের দল এই তকমা দূরে ঠেলে দিয়ে তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের গুণীজনকেও প্রার্থী তালিকায় স্থান দিয়েছে। ঝাড়গ্রামে উপজাতি সম্প্রদায়েল এক অেধ্যাপককে প্রার্থী করেছে আইএসএফ। এদিন সাংবাদিদের নানা প্রশ্নের উত্তরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন তারা যেসব প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে তারা জনসম্মুখে না এলেও মানুষ যদি তাদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন। তারা ডিবেট দেবার মত ক্ষমতা রাখেন। তিনি আরো বলেন আরো কয়েকটা সিট বাকি রয়েছে সেগুলো ঘোষণা করা হবে। কিন্তু রাজ্যে বাম কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি মুখ খোলেননি। তেমনি ডায়মন্ড হারবার কেন্দ্রে নওমাদের নিজের প্রার্থী না হওয়ার কারণ নিয়েও কোনও মন্তব্য করা হয়নি। এদিন প্রার্থী তালিকা ঘোষণার সময় নওশাদ সিদ্দিকী ছাড়াও উপস্থিত ছিলেন সামসুর আলি মল্লিক। আইএসএফ যে আটজনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেগুলি হল, মালদা উঃ লোকসভা কেন্দ্রেমহঃ সোহেল, জয়নগর (এসসি) লোকসভা কেন্দ্রে,মেঘনাথ হালদার, বারাসত লোকসভা কেন্দ্রে তাপস ব্যানার্জী, মুর্শিদাবাদ লোকসভা লোকসভা কেন্দ্রেহাবিব শেখ, বসিরহাট লোকসভা কেন্দ্রে মহঃ শহিদুল ইসলাম মোল্লা, মথুরাপুর লোকসভা কেন্দ্রে অধ্যাপক অজয় কুমার দাস, ঝাড়গ্রাম (এসটি) লোকসভা কেন্দ্রে অধ্যাপক বাপি সরেন, শ্রীরামপুর কেন্দ্রে শাহরিয়ার মল্লিক (বাপি)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct