আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: কৃষ্ণনগরে মদের কাউন্টার বন্ধের দাবিতে কোতোয়ালি থানার বিক্ষোভ এলাকাবাসীদের। তেঘরিয়া পাড়া এলাকার একটি মদের কাউন্টারে গত ৩ মাস আগে এক যুবকের মৃত্যু ঘিরে উতপ্ত হয়ে ওঠে এলাকায় । গ্রামবাসীদের পক্ষ থেকে ওই মদের কাউন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে মদের দোকানটি বন্ধ করে দেয় এলাকার বাসিন্দা। তাপসী বিশ্বাস বলেন, রাস্তা দিয়ে যাতায়াত করার সময় মদ্যপান অবস্থায় আমাদেরকে কটুক্তি করে এবং স্কুল স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে যাতায়াতের জনবসতি রাস্তা এবং মদের কাউন্টারের খুব কাছাকাছি রয়েছে একটি স্নানের ঘাট মধ্যক্যের অত্যাচারে এলাকায় চলাফেরা দিনে দিনে জটিল হয়ে পড়েছে বলে জানান বাসিন্দারা।বাধ্য হয়ে পথে নেবে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার সাধারণ মহিলারা।সেই বিক্ষোভ এসে পৌঁছয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়।অভিযোগ এর আগে যখন থানায় অভিযোগ জানাতে আসেন এলাকার মহিলারা সেই সময় কোন অভিযোগ নেওয়া হয়নি বলে জানায়। বৃহস্পতিবার এসেছিল অভিযোগ জানাতে বিক্ষোভ করে কৃষ্ণনগর কোতয়ালী থানার গেটের সামনে দীর্ঘক্ষণ আটকে রাখে । কারণ ওই মদের কাউন্টারের মালিক দোকান খুলতে এলে মহিলাদের মারধর ও শিলতা হানি করে বলে অভিযোগ । তবে এবারও এত কিছু পরেও পুলিশ অভিযোগ নিতে রাজি হননি। তবে পরবর্তী সময় পরিস্থিতির চাপে এক প্রকার বাধ্য হন পুলিশ অভিযোগ নিতে।মহিলাদের একটাই বক্তব্য ওইখানে মদের কাউন্টার করা যাবে না বলে জানান।পাশাপাশি জানান যদি তাদের দাবি না মানে সরকার তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দেন মহিলারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct