আনোয়ার হোসেন, তমলুক, আপনজন: লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে।দেশজুড়ে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে।আগামী ১৯ শে এপ্রিল প্রথম দফার লোকসভা ভোট।তাই প্রশাসনিক ক্ষমতা এখন জাতীয় নির্বাচন কমিশনের আওতায়।প্রশাসনিক সব সিদ্ধান্তই নেবে নির্বাচন কমিশন।কয়ক দিন আগে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।এ বার লোকসভা ভোটের আগে রাজ্যের চার জেলার জেলাশাসককে সরিয়ে দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিল নির্বাচন কমিশন।জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর,পূর্ব বর্ধমান,ঝাড়গ্রাম এবং বীরভূম।কমিশন সূত্রে খবর,ওই চার জেলার জেলাশাসকেরা কেউই আইএএস ক্যাডারের অফিসার নন।তাঁরা ডব্লিউবিসিএস আধিকারিক।তাই তাঁদের জেলাশাসক পদ থেকে সরানো হল।অপরদিকে গুজরাতের দুই পুলিশ সুপার (এসপি)-কেও সরানোর নির্দেশ দিয়েছে কমিশন।ওই দুই এসপি ছোট উদয়পুর এবং আমদাবাদ গ্রামীণ জেলার দায়িত্বে ছিলেন।বৃহস্পতিবার সরানো হয়েছে পঞ্জাবের পঠানকোট ফাজ়িলকা,জালন্ধর গ্রামীণ এবং মালেরকোটলা জেলার চার পুলিশকর্তাকে।তা ছাড়াও ওড়িশার ঢেনকানলের জেলাশাসক এবং দেওগড় এবং কটক গ্রামীণের পুলিশ সুপারকে সরাতে নির্দেশ দেয় কমিশন। কমিশনের বিবৃতিতে বলা জানানো হয়েছে, অনতিবিলম্বে পঞ্জাবের ভাতিন্ডার এসপি এবং অসমের শোনিতপুরের এসপিকে অন্যত্র বদলি করতে হবে।এই দুই পুলিশ আধিকারিকের পরিবারের সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধিদের পারিবারিক সম্পর্ক রয়েছে বলে জানতে পেরেছে কমিশন।গত শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পাশাপাশি দেশ জুড়ে আদর্শ নির্বাচনী আচরণবিধি জারি করার কথা জানিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তার ৪৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয় আইপিএস আধিকারিক রাজীবকে পাশাপাশি গুজরাত,উত্তরপ্রদেশ, বিহার,ঝাড়খণ্ড,হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণের নির্দেশ দেয় কমিশন। সরানো হয় মিজোরাম,হিমাচল প্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সচিবকেও। ৪ জেলার ডিএম গত ৩১ জানুয়ারি পূর্ব বর্ধমান থেকে বদলি হয়ে বীরভূমের জেলাশাসক পদে এসেছিলেন পূর্ণেন্দু মাজি। কিন্তু ২ মাস যেতে না যেতেই আবারও এল বদলির নির্দেশ। অন্যদিকে ঝাড়গ্রামে বদলি করা হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তনবীর আফজলকে অন্যদিকে এতদিন ঝাড়গ্রামে ডিএম ছিলেন সুনীল আগরওয়াল।এতদিন পূর্ব বর্ধমানের জেলাশাসক ছিলেন বিধান চন্দ্র। তাঁকেও সরিয়ে দিয়েছে কমিশন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct