জাহেদ মিস্ত্রি, সোনারপুর, আপনজন: এনআরসি আতঙ্কে আত্মঘাতী হলেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এক বাসিন্দা। তার নাম দেবাশীষ ওরফে গোপাল সেনগুপ্ত। সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের ভবানীপুরের বাসিন্দা। বছর সাতেক এখানে বসবাস করছেন। মামা দিলীপের কাছে প্রায়ই আসতেন। সম্প্রতি তার আধার কার্ড বাতিল হয়ে যায়। তাই এনআরসি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিল সে। এ নিয়ে প্রায়ই আলোচনা করত। মঙ্গলবার সন্ধেবেলা মামার বাড়িতে আসে দেবাশীষ। আলোচনাও করেন আধারকার্ড বাতিল নিয়ে। মামা বুধবার সকালে কাজে বেরিয়ে যান তিনি প্রাইভেটে চাকরি করতেন। তিনি একাই বাড়িতে থাকেন। তার স্ত্রী মারা গিয়েছেন। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। কাজ সেরে বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ। বারবার ডাকাডাকি করেও আওয়াজ পাওয়া যায়নি। তারপর বাড়ির পেছনের জানলা দিয়ে দেখতে পাওয়া যায় ফ্যানের সাথে ঝুলছে। বিষয়টি সোনারপুর থানাকে জানানো হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। আজ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আত্মঘাতীর বাড়িতে সমবেদনা জানাতে যান যাদবুপরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও কুনাল ঘোষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct