সারিউল ইসলাম, বহরমপুর, আপনজন: প্রার্থী তালিকায় নাম ঘোষণা হওয়ার পর বহরমপুরের মাটিতে পা রাখলেন ক্রিকেটার তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান।বৃহস্পতিবার দুপুরে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে জনসভায় উপস্থিত হন তিনি। কয়েক হাজার মানুষ সেখানে উপস্থিত হন ইউসুফ পাঠানকে দেখার জন্য। পরবর্তীতে জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি।সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘গুজরাট আমার জন্মভূমি, কিন্তু বাংলা আমার কর্মভূমি। এই বাংলার কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে আমি খেলেছি। সুতরাং, অনেক আগে থেকেই বাংলার সঙ্গে আমার সম্পর্ক আছে।’ তিনি আরও বলেন, ‘যারা আমাকে বহিরাগত বলছেন তাদেরকে বলতে চাই, প্রধানমন্ত্রীর বাড়ি গুজরাটে হলেও তিনি নির্বাচনে উত্তরপ্রদেশের বারানসি থেকে প্রতিদ্বন্দিতা করেন। রাহুল গান্ধিও কেরল থেকে দাঁড়ান। সমস্ত দলের বিভিন্ন নেতারা নিজেদের রাজ্যের বাইরে গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা যদি বহিরাগত না হন তবে আমি বহিরাগত কিভাবে? তারাও ভারতের নাগরিক, আমিও ভারতের নাগরিক।’ভাষা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘মানুষের মনের ভাষা বোঝা জরুরি, মুখের ভাষা তো যখন ইচ্ছা শেখা যায়।’পাশাপাশি মুর্শিদাবাদ সিল্ক সহ জেলার বিভিন্ন ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার কথা বলেন ইউসুফ পাঠান। এদিন অধীর প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যকে তুলে ধরে ইউসুফ বলেন, দাদা আগেই বলেছেন, অধীরের বিরুদ্ধে লড়া মানে ব্রেটলির বিরুদ্ধে ব্যাট করা। কিন্তু আমি প্রস্তুত আছি। সাংবাদিক বৈঠক শেষে এমনকি জনসভার স্টেজ থেকেও ইউসুফের মুখে উঠে এসেছে ‘খেলা হবে’ এবং ‘জয় বাংলা’ স্লোগান।কংগ্রেসের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীকে কোণঠাসা করে বহরমপুরের মাটিতে পা রেখে বৃহস্পতিবার থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন ইউসুফ পাঠান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct