রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: নির্বাচনী প্রচারে বহরমপুর লোকসভা কেন্দ্রে এসে পৌঁছলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য ইউসুফ পাঠান।ক্রিকেটের বাইশ গজ থেকে সোজা রাজনীতির অন্দরে। দু’বার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানকে এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস। গত ১০ মার্চ ব্রিগেডের সভা থেকেই বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে তৃণমূলের জেলা কার্যালয়ে পৌঁছবেন ভারতের হয়ে দু’বার বিশ্বকাপ জেতা তারকা ক্রিকেটার। খেলোয়াড় হিসাবে ইউসুফের পরিচিতি তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে। রাজনীতির ময়দানে নেমে প্রথম থেকেই যাতে তিনি পরিচিত ঢঙে চালিয়ে ‘খেলতে’ পারেন, তা নিশ্চিত করতে চায় বহরমপুরের তৃণমূল। তাই ইউসুফ বহরমপুরে পা দেওয়া মাত্রই বড় আকারের জমায়েত করে ‘খেলা হবে’ স্লোগান তোলার পরিকল্পনা সাজানো হয়েছে।মুর্শিদাবাদ জেলার বহরমপুর কংগ্রেসের শক্ত ঘাঁটি, লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর দখলে। তবে বহরমপুরের টার্নিং পিচে পাঠানের আসল লড়াই প্রদেশ কংগ্রেস সভাপতি তথা এখানকার টানা পাঁচ বারের সাংসদ অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে। সেই লড়াই যে সহজ হবে না, রাজনীতিতে সদ্য অভিষেক হওয়া পাঠান খুব ভাল জানেন। তবে ইউসুফের ভরসা আছে দলের উপর। তাঁর বিশ্বাস, দলগত ভাবে ভাল খেলেই জয় ছিনিয়ে আনতে হবে। যদিও দলের অন্দরে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর যিনি এর আগে ইউসুফ পাঠানের প্রার্থীতার বিরোধিতা করেছিলেন এবং তাকে ‘বহিরাগত’ বলে অভিহিত করেছিলেন, তিনিই আজকের সভা থেকে ইউসুফের হয়ে তাকে সমর্থন করে বিপুল ভোটে জয় করার আহ্ববান জানালেন হুমায়ন কবীর। অবশেষে দলের বিদ্রোহী বিধায়কের মান ভাঙালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গে বৈঠকের পরেই ১৮০ ডিগ্রি ঘুরে ইউসুফের হয়ে ভোট করাবেন বলেই জানিয়ে দিলেন হুমায়ুন কবীর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct