আপনজন ডেস্ক: রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও এখনও বিরোধী দল তার করতে পারেনি। বিজেপি ও বামফ্রন্ট পশ্চিমবঙ্গের প্রথম পর্বের প্রার্থী ঘোষণার পর এবার কংগ্রেস ও আইএসএফ তাদের প্রার্থী ঘোষণা করল বৃহস্পতিবার। এদিন কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে যে ৫৭জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তাতে স্থান পেয়েছে বাংলা। কংগ্রেস রাজস্থানে সিপিএমকে একটি আসন ছেড়ে দিলেও বাংলায় এখনও জোট নিয়ে কোনও প্রকাশ্য বিবৃতি দেয়নি। যদিও তাদের তালিকায় বামফ্রন্টের সঙ্গে জোটের রাস্তা খোলা রাখা হয়েছে। কংগ্রেস রাজ্যের যে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে মুর্শিদাবাদ জেলায় তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে দুটি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। মুর্শিদাবাদ আসনে কোনও প্রার্থী দেয়নি। তবে, পুরুলিয়ায় একটি ও মালদহে দুটি আসনেই প্রার্থী দিয়েছে। রায়গঞ্জে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আলি ইমরান রামজ (ভিক্টর), মালদহ উত্তরে মোস্তাক আলম, মালদহ দক্ষিণে ইশা খান চৌধুরী, জঙ্গিপুরে মোর্তাজা হোসেন, বহরমপুরে অধীররঞ্জন চৌধুরী, কলকাতা উত্তরে প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য, পুরুলিয়ায় নেপাল মাহাতো, বীরভূমে মিল্টন রশিদ।অন্যদিকে, এদিন প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে আইএসএফ। তাতে স্থান পায়নি ডায়মন্ডহারবার। ডায়মন্ডহারবারে নওশাদ আগে দাঁড়ানোর কথা বললেও সম্ভবত তিনি সরে দাঁড়িয়েছেন।আইএসএফের তালিকা অনুযায়ী মালদহ উত্তর কেন্দ্রে মহম্মদ সোহেল, জয়নগর কেন্দ্রে মেঘনাথ হালদার, বারাসত কেন্দ্রে প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়, বসিরহাট কেন্দ্রে মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা, মথুরাপুর কেন্দ্রে অধ্যাপক অজয়কুমার দাস, শ্রীরামপুর কেন্দ্রে সাহারিয়ার মল্লিক, ঝাড়গ্রাম কেন্দ্রে অধ্যাপক বাপি সরেন। মুর্শিদাবাদ কেন্দ্রে কংগ্রেস বামেদের জন্য প্রার্থী না দিলেও আইএসএফ প্রার্থী দিয়েছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী হাবিব শেখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct