সুব্রত রায়, কলকাতা, আপনজন: কোন নেতা, কেউকেটা,বা মন্ত্রী বা কারোর বেআইনি কোন কথা শুনবেন না। আমরা যারা জনপ্রতিনিধি তারা পাঁচ বছরের জন্য থাকি তারপর চেঞ্জ হয়ে যাই। যারা আধিকারিক আছেন তাদের ফুল টার্ম থাকতে হবে। কোন অনৈতিকতার কাছে মাথা নত করবেন না। এমন কোন কাজ করবেন না, যাতে ওই কাজের মাশুল হিসাবে একজন মানুষেরও প্রাণ যায়। বুধবার কলকাতা পুরসভায় ইঞ্জিনিয়ারদের নিয়ে গার্ডেনরিচ কান্ডের পর বৈঠকে বসে এরকমই কড়া নির্দেশ দেন ফিরহাদ হাকিম। বৈঠকে মেয়র আরোও বলেন,অতি শীঘ্রই কলকাতা পুরসভার পক্ষ থেকে বিভিন্ন বিভাগের আধিকারিকদের কাজের সুবিধার্থে একটি অ্যাপস ব্যবস্থা শুরু হতে চলেছে। এর মাধ্যমে প্রতিটি এলাকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা বিভিন্ন এলাকা ভিজিট করুন। সেখানে বেআইনি কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে তার লোকেশন এবং ছবি তুলে সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দিন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট এলাকার পুলিশ স্টেশনে এফআইআর করুন। এরপর তা কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগের ডিজি ‘র কাছে পাঠিয়ে দিন। ডিজি সংশ্লিষ্ট বিষয়টি তৎক্ষণাৎ পুর কমিশনারের নজরে আনবেন। কমিশনার পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা নেবেন। বেআইনি নির্মাণ দেখলেই তৎক্ষণাৎ তা ভেঙে দিন। এতদিন এমনটা হয়েছে এমনটাই চলে আসছে। এ তত্ত্বে বিশ্বাস করবেন না। আইন ও নিয়ম মেনে কাজ করুন। আইন সকলকেই মানতে হবে।শহর কলকাতার কোন কোন অঞ্চলে কতগুলি বেআইনি নির্মাণ রয়েছে তা চিহ্নিত করে অবিলম্বে ভাঙ্গার ব্যবস্থা করতে হবে, স্পষ্ট নির্দেশ মেয়রের। মাধ্যমে তাঁকে বরণ করে নেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct