নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর, আপনজন: শ্যামপুুর এলাকায় বহাল তবিয়তে চলছিল চোলাই তৈরির কারবার!গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমান এই চোলাই তৈরী রুখলো আবগারি দফতর। ফলে ভোটের আগে এই অভিযান আবগারি দফতরের বড়সড় সাফল্য বলা চলে। জানা গিয়েছে, শ্যামপুুর এলাকা থেকে অভিযান চালিয়ে প্রায় ছয় লক্ষ টাকার চোলাই ও চোলাই তৈরির সামগ্রী নষ্ট করল আবগারি দফতর।গোপন সূত্রে খবর পেয়ে শ্যামপুুর থানার ওসি প্রশান্ত বিশ্বাসের নেতৃত্বে বুধবার শ্যামপুুর থানা এলাকার কমলপুর আশা ব্রিক ফিল্ড এলাকায় অভিযান চালায় আবগারি দফতর।অভিযানে নেমে বিপুল পরিমাণ মদ তৈরীর সামগ্রী হদিস পায় আবগারি দফতর। কোথাও মাটির নিচে, কিংবা কোথাও পুকুরের তলায় লুকিয়ে রাখা ছিল চোলাই ও চোলাই তৈরির সামগ্রী। সেগুলিকে উদ্ধার করে নষ্ট করা হয়েছে বলেই সূত্রের খবর। ঘটনায় আবগারি দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন,’আবগারি দফতর দফায় দফায় ওই এলাকা গুলিতে অভিযান চালায়,তবে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক বুধবার শ্যামপুুর এলাকা থেকে ১,১০০ লিটার চোলাই ও চোলাই তৈরির সামগ্রী উদ্ধার করে। জানা গেছে হোলি উপলক্ষ্যে ওই চোলাই মজুত করা হয়েছিল। নদীপথ পেরিয়ে ডায়মন্ডহারবারে চোলাই পাচার করা হত। এই ঘটনায় বিপুল পরিমাণ চোলাই মদ কারা জমিয়ে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct