অযীর হুসাইন, পাটনা, আপনজন: বিহারের প্রাক্তন বিধায়ক আকিল আখতার পরিচালিত আসলাম শিক্ষা কেন্দ্রের তত্ত্বাবধানে ব্লকের শ্রীকুন্ড গুমানিতে অবস্থিত সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আবু বকর সিদ্দিক কলেজ গুমানির দুই শিক্ষার্থী মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ডিন খায়রুল ইসলাম মাদানী। প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থী পশ্চিমবঙ্গের মালদা জেলার ইমদাদুল হক সিদ্দিকী এবং বিহারের কাটিহার জেলার সরফরাজ আলম সিদ্দিকী মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং পরবর্তী উচ্চ শিক্ষার জন্য সৌদি আরবের মদিনা শহরে অবস্থান করছেন। ধর্ম, বিজ্ঞান অধ্যয়ন। সমাজবিজ্ঞান, ইতিহাস, প্রযুক্তি এবং অন্যান্য বিষয় অধ্যয়ন করবে। আমরা আপনাকে বলি যে, আস-সালাম শিক্ষা কেন্দ্র গুমানী, একটি অত্যন্ত সক্রিয় এবং গতিশীল ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে, আবু বকর সিদ্দিক কলেজ গুমানি, সাহেবগঞ্জ, ঝাড়খন্ড মদিনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি প্রতিষ্ঠান। বিগত বছরগুলিতে, কলেজটি অনেক ক্ষেত্রে উন্নতির পতাকা তুলেছে। দৃঢ় সিলেবাস, পরিশ্রমী শিক্ষক এবং বলিষ্ঠ শিক্ষা ব্যবস্থার কারণে এখানকার শিক্ষার্থীরাও অনেক মেধাবী হয়ে উঠছে, এখন এখানকার শিক্ষার্থীরাও সৌদি আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। এই আনন্দের মুহুর্তে কলেজের ডিন খায়রুল ইসলাম মাদানী আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ভর্তিকৃত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং আস-সালাম শিক্ষা কেন্দ্রের পরিচালক ডঃ আকিল আক্তার, ড. মুয়েদ মাদানী, ডাঃ শিফাউর রহমান মাদানী, শায়খ আমিরুল ইসলাম মাদানী এবং অন্যান্য সকল শিক্ষক ও কলেজ ব্যবস্থাপনাকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, সকলের কঠোর পরিশ্রমের ফলে কলেজটি মদিনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct