সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: বাম কংগ্রেস সমর্থিত ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান ও এক মেম্বার তৃণমূল কংগ্রেসে যোগদান বিধায়ক সৌমিক হোসেন এর হাত ধরে বুধবার বিকেলে। গত পঞ্চায়েত নির্বাচনে ডোমকল মহকুমা জুড়ে বেশ ভালো ফল করেছিল বাম কংগ্রেস একাধিক গ্রাম পঞ্চায়েত দখল নিয়েছিল তারা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে সমস্ত বাম কংগ্রেস সমর্থিত জয়ী প্রার্থীরা তৃণমূল কংগ্রেসে নাম লেখাতে শুরু করেছে। এবার বাদ গেলনা গ্রাম পঞ্চায়েত প্রধান বুধবার বিকেলে মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভার এবং ডোমকল ব্লকের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েত এর সিপিআইএমের প্রধান পিঞ্জুরা বিবি ও মেম্বার সেলিনা বিবি রাণীনগরের তৃণমূলের বিধায়ক সৌমিক হোসেনের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ধরে যোগদান করলেন তৃণমূলে।বিধায়ক বলেন মমতা বন্দোপাধ্যায়ের যে উন্নয়ন গোটা রাজ্য জুড়ে সেই উন্নয়নের শরিক হতেই ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান ও এক মেম্বার তৃণমূলে যোগদান করলেন।আগামী লোকসভা নির্বাচনে আরো ভালো ফল করবে এই অঞ্চল বলে আশাবাদী বিধায়ক সৌমিক হোসেন।সদ্য যোগদান কারি প্রধান পিঞ্জুরা বিবি বলেন দলের নেতৃত্বরা কোনো কাজ করতে দিচ্ছিলেন না সেই জন্য সিপিআইএম দল ছেড়ে মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে কাজ করতে তৃণমূলে যোগদান করলাম ।আগামীতে অঞ্চলের উন্নয়ন মূলক কাজ করবো বলেও তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct