সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: ব্যাঙের ছাতার মতো জেলা ব্যাপী গজিয়ে উঠেছে লটারি ব্যবসা।অনেকেই লটারির টিকিট কেটে কেটে সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। আবার কারো কপাল যাচ্ছে বদলে।এই মুহুর্তে বাজারে কোনটা রাজস্ব কৃত টিকিট না অবৈধ বা জাল টিকিট বোঝা বড় মুশকিল। তবে মাঝেমধ্যে পুলিশের হানায় জাল লটারির টিকিট ছাপানোর যন্ত্রপাতি, টিকিট সহ টিকিট বিক্রেতাকে আটক করা হয়েছে। সেরূপ জাল লটারির টিকিট কান্ডের জেরে মঙ্গলবার পাঁচ জনকে আটক করে পুলিশ।ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাট থানার বাসস্ট্যান্ডের কাছে। গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ অভিযান চালিয়ে রামপুরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে কালার জেরক্স ,কাটার মেশিন, প্রিন্টার সহ -র -মেটেরিয়াল উদ্ধার করা হয়। জানা যায় উক্ত বাড়ির মধ্যে লটারির টিকিট তৈরির সরঞ্জাম বসিয়ে তারা জাল লটারির টিকিট প্রিন্ট করে মুরারই ,নলহাটি, পাইকর রামপুরহাট সহ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত। ধৃতদের মধ্যে ইসরাফুল আনসারী (২৯), এমডি আশরাফ ওরফে পাপ্পু (৪০),হেমালউদ্দিন আনসারী ( ৩৫), শচীন আনসারী(২১) এদের সকলেরই বাড়ি ঝাড়খন্ড রাজ্যে এবং জিৎ মন্ডল(২০) এর বাড়ি রামপুরহাট শহরের চাল ধোয়ানি পাড়ার ১৫ নম্বর ওয়ার্ডে। রামপুরহাট থানার পুলিশ বুধবার ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতে চেয়ে রামপুরহাট মহকুমা আদালতে তোলেন।জাল লটারি কান্ড ঘটনার সঙ্গে জড়িত ব্যাক্তিদের সন্ধানে রামপুরহাট থানার পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছেন বলে জানা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct