সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: কংগ্রেসের পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বিপরীতে তৃণমূলের প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান। গত ১০ই মার্চ তৃণমূল ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে, বহরমপুর থেকে ক্রিকেটার ইউসুফ পাঠান কে প্রার্থী করে তৃণমূল। একসময় অধীর-গড় নামে পরিচিত মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রে ২০২৪ এর নির্বাচনে অধীর চৌধুরীর বিপরীতে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান। ২২ গজের ক্রিকেট ময়দান ছেড়ে রাজনীতির ময়দানে প্রবেশ করেছেন ইউসুফ। প্রার্থী হিসেবে নাম প্রকাশ হওয়ার পরেই সামাজিক মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। বুধবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান ইউসুফ পাঠান। আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় পা রাখবেন তিনি। বহরমপুর টেক্সটাইল মোড়ের দলীয় কার্যালয়ে জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনার পর বহরমপুর লোকসভা কেন্দ্রে আজ থেকেই শুরু করবেন প্রচার। তার আগে বহরমপুরে দেওয়াল লিখনে ব্যস্ত তৃণমূল কর্মীরা। ইউসুফ পাঠান তৃণমূলের প্রার্থী হওয়ায় জোর চ্যালেঞ্জের মুখে পড়েছেন বহরমপুর থেকে নির্বাচিত কংগ্রেসের পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct