আপনজন ডেস্ক: আলেহান্দ্রো গারনাচো কি তবে ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটবেন? সিদ্ধান্তটি তাঁর ব্যক্তিগত। তবে প্রশ্নটি উঠছে একটি কারণে। শুধু এতটুকু বললেই বিষয়টি কেউ কেউ আন্দাজ করে নিতে পারেন, রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ গারনাচোর সঙ্গে দেখা করতে চান। দুইয়ে দুইয়ে নিশ্চয়ই চার মিলিয়ে নিয়েছেন! ইউনাইটেডের খেলোয়াড়ের সঙ্গে পেরেজ তো আর এমনি এমনি দেখা করার পাত্র নন। গারনাচোকে যে তিনি দলে ভেড়াতে আগ্রহী, সেটি না বললেও চলে। সংবাদ মাধ্যমগুলোও সেটাই মনে করছে। আর এ প্রসঙ্গে কারও কারও মনে পড়তে পারে ২০০৯ সালের সেই সময়—জুনে ব্রাজিলিয়ান তারকা কাকাকে সই করানোর পর রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছিলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আসতে আমি যা যা সম্ভব, করব।’ পেরেজ কথা রেখেছিলেন এবং তারপর থেকে ২০১৮ পর্যন্ত রোনালদো রিয়ালে কী কী অর্জন করেছেন, তা সবারই জানা। গারনাচোর সঙ্গে পেরেজ দেখা করতে চান—স্প্যানিশ আউটলেট ‘রিয়াল মাদ্রিদ এক্সক্লুসিভো’ এমন দাবি করার পর ব্রিটিশ সংবাদমাধ্যমে চাউর হয়েছে, পেরেজ সেবার ইউনাইটেড থেকে নিয়েছিলেন ৭ নম্বর, এবার নিতে চান ১৭ নম্বর! ইউনাইটেডে ৭ নম্বর জার্সি পরে খেলতেন রোনালদো। আর্জেন্টাইন লেফট উইঙ্গার গারনাচো এখন ইউনাইটেডে ১৭ নম্বর জার্সি পরে খেলেন। রোনালদোকে নিজের আদর্শ মনে করেন গারনাচোরয়টার্স গারনাচো গত মৌসুমেই আলো ছড়িয়েছেন ইউনাইটেডের জার্সিতে। জিতেছেন লিগ কাপ, সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ৫ গোল করলেও মাঠে বেশ ভালোই নজর কেড়েছিলেন। এবারের মৌসুমে যেন আরও ভালো—এরই মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে করেছেন ৭ গোল, গোলও বানিয়েছেন ৪টি। ইউনাইটেড কোচ এরিক টেন হাগের একাদশেও সুযোগ পাচ্ছেন নিয়মিত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct