নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: শিবিরে থাকার খরচ চাইতে গিয়ে কংগ্রেসের অঞ্চল সভাপতি কে মারধর করার অভিযোগ তৃনমূলের প্রধানের বিরুদ্ধে।অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের প্রধান লাভলি খাতুন ও তার স্বামী রবিউল ইসলাম সহ তার দলবলের বিরুদ্ধে।যদিও প্রধানের স্বামী রবিউলের উল্টো দাবি,অঞ্চল সভাপতি ওসিউর রহমান ওরফে মুন্নার কাছে ধারের ১ লক্ষ টাকা পাচ্ছে।সেই টাকা চাইতে গিয়ে গন্ডগোল বাধে।তবে তাকে মারধর করা হয়নি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে সাতটা নাগাদ চন্ডিপুর বাজারে।আহত মুন্নাকে রাতে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। আশঙ্কাজনক অবস্থা দেখে ডাক্তারবাবুরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন। দু’পক্ষই রাতে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে।২১ আসন বিশিষ্ট রশিদদাবাদ গ্রাম পঞ্চায়েতের গত পঞ্চায়েত নির্বাচনে তৃনমূল পায় ৯ টি, বাম কংগ্রেস জোট ১১ টি ও নির্দল ১ টি আসন পায়।লাভলি খাতুন কংগ্রেস থেকে জয়ী হয়।বাম কংগ্রেস জোটের জয়ী প্রার্থীরা এলাকার বাইরে একমাস শিবির করে থাকে। প্রধান লাভলি খাতুন ও তার স্বামী রবিউল ইসলামও সেই শিবিরে ছিল।পঞ্চায়েত বোর্ড গঠনের কয়েকঘন্টা আগে লাভলি খাতুন ও তার স্বামী ব্ল্যাকমেল করে জোটের কাছ থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর সে পাল্টি খেয়ে তৃনমূলের প্রধান হয়ে যায়। শিবিরের থাকা,খাওয়া সহ মোট দুই লক্ষ টাকা খরচ দাবি করে জোটের প্রার্থীরা। টাকা দিতে না চাইতে পরিকল্পনামাফিক কংগ্রেসের অঞ্চল সভাপতি কে মারধর করে তৃণমূল বলে অভিযোগ।আহত ওসিউর রহমান বলেন,’ আমি একজন ঔষধের ব্যবসায়ী।এদিন সন্ধ্যায় চন্ডিপুর বাজারে বকেয়া আদায় করতে যায়।এরপর হটাৎ করে প্রধান লাভলি খাতুন ও তার স্বামী সহ তার দলবলেরা আমাকে ঘিরে ধরে।মাটিতে ফেলে লোহার রড ও লাঠি দিয়ে বেধরক ভাবে মারধর করে।প্রাণে মারার উদ্দেশ্যে গোলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে আমাকে মারার চেষ্টা করে।এরপর স্থানীয়রা ছুটে আসলে তারা এলাকা ছেড়ে চলে যায়।আমার কালেকশনের ৬০ হাজার টাকা ও বাইক কেড়ে নেয়।পুলিশ বাইকটি উদ্ধার করে দিলেও টাকার কোনো খোঁজ পাচ্ছি না।’প্রসঙ্গত ওই তৃনমূল প্রধান জন্মসূত্রে বাংলাদেশী।জাল অবিসি শংসাপত্র তৈরি করে প্রধান পদে আসীন হয়েছে বলে অভিযোগ।এই নিয়ে কলকাতায় হাইকোর্টে মামলা দায়ের করেছে বাম কংগ্রেস জোট।লাভলি খাতুনের প্রধান পদ খারিজ হয়ে যেতে পারে বলে ধরনের এই আক্রমণ চালায় বলে অভিযোগ জোটের।হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানান,ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়।দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct