নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বসন্তকালে গত ৫৪ বছরে আবহাওয়া এইরকম ভেলকি কখনো দেখায় নি ।আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা বসন্তকালে যেভাবে নিম্নমুখী হয়েছে তা স্বাভাবিকের থেকে কম। বিগত ৫৪ বছরে সব রেকর্ড ভেঙে দিয়েছে বুধবার। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও আকাশ মেঘলা থাকবে এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইবে। কিন্তু আগামী সপ্তাহের সোমবার থেকে আবহাওয়া গোটা বঙ্গে বদলে যাবে। এক লাফে সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও ৩৫ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি ডিগ্রির মধ্যেই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা নিম্নমুখী থাকবে। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা শুক্রবারের পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে। একদিকে নিম্নচাপ অপরদিকে মৌসুমী বায়ু প্রবেশ করার দরুন বসন্তকালে সান্দাকফুতে অকাল তুষারপাত আর বঙ্গের তাপমাত্রা র পারদের উল্লেখযোগ্য পতন ঘটেছে মার্চ মাসে। যা কিনা আলিপুর আবহাওয়া দপ্তরে গত ১৯৭০ সাল থেকে সবচেয়ে মার্চ মাসে কম তাপমাত্রা বলে রেকর্ড হয়ে রইল। কিন্তু এই দুর্যোগ কেটে গেলেই আগামী সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। গরমে হাঁসফাঁস করতে হবে বঙ্গবাসীকে। এপ্রিল ও মে মাসে বঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। নির্বাচনের প্রচারের পাশাপাশি বঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়ে রান হাকাবে ময়দানে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct