আপনজন ডেস্ক: এবার চোট অন্য হাঁটুতে। যে হাঁটুটা এত দিন ভালো ছিল। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, সেই ডান হাঁটুর মিনিসকাসেও চিড় ধরেছে!গত মঙ্গলবার রিয়াল মাদ্রিদের অনুশীলনে এই চোট পান গোলকিপার থিবো কোর্তোয়া। ক্লাব তাঁর চোট নিশ্চিত করার পর বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহ কোর্তোয়াকে মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ রিয়ালের এই বেলজিয়ান তারকার মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ল। গত বছর আগস্টে বাঁ হাঁটুতে এসিএল (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) চোট পেয়ে কয়েক মাস মাঠের বাইরে ছিলেন এই গোলকিপার। সেই চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছিলেন। তারপর অপেক্ষা ছিল রিয়ালে স্কোয়াডে ফেরার। কিন্তু কোর্তোয়ার দুর্ভাগ্য, ডান হাঁটুর মিনিসকাসে চিড় ধরায় মাঠে ফিরতে আরও অপেক্ষা করতে হবে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, চোট পেয়ে কাঁদতে কাঁদতে রিয়ালের অনুশীলন গ্রাউন্ড ভালদেবেবাজ ছেড়ে যান কোর্তোয়া। এসিএল চোটের কারণে এই মৌসুমের পুরোটাই মাঠের বাইরে ছিলেন কোর্তোয়া। এবার মিনিসকাসে চিড় ধরায় কোর্তোয়াকে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে, সেটি এখনো নিশ্চিত করেনি রিয়াল।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, প্রায় ৬-৭ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। এদিকে মৌসুম শেষ হতে বাকি আর প্রায় দুই মাস। অর্থাৎ এই মৌসুমে রিয়ালের হয়ে কোর্তোয়াকে মাঠে না দেখার সম্ভাবনাই বেশি—বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। গত বছর ডিসেম্বরে বেলজিয়ান আউটলেট ‘স্পোরজা’কে কোর্তোয়া নিজেই বলেছিলেন, ‘চোটের কারণে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আমার খেলার সুযোগ নেই। ভাগ্য ভালো হলে হয়তো মে মাসে আরেকটি ম্যাচ খেলতে পারি। কিন্তু এরপর বড় একটি টুর্নামেন্টের জন্য শতভাগ ফিট হয়ে ওঠা সম্ভব নয়।’ ১৪ জুন জার্মানিতে শুরু হবে ইউরো।কোর্তোয়ার নতুন এই চোট নিয়ে গতকাল রিয়ালের বিবৃতিতে বলা হয়, ‘আজ (কাল) পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, আমাদের খেলোয়াড় থিবো কোর্তোয়ার ডান হাঁটুর ভেতরে মিনিসকাসে চিড় ধরেছে।’ মাদ্রিদের ক্লাবটির জন্য কোর্তোয়ার চোট বেশ বড় আঘাত। আগামী ৯ এপ্রিল ও ১৭ এপ্রিল চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল। তাঁর আগে কোর্তোয়া ফিট হয়ে উঠলে সেটা হতো রিয়ালের জন্য স্বস্তির খবর। সে জন্য তাঁকে প্রস্তুত করে তোলার পথে ছিল রিয়াল। ক্লাবটির সংশ্লিষ্ট সূত্র স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’কে জানিয়েছেন, ৩১ মার্চ লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে কোর্তোয়াকে মাঠে ফেরানোর কথা ভেবেছিল রিয়াল।কিন্তু কোর্তোয়া উল্টো আবারও চোট পেয়ে বসায় কোচ কার্লো আনচেলত্তির জন্য কাজটা একটু কঠিন হয়ে গেল। গত শুক্রবারই কার্লো আনচেলত্তি বলেছিলেন, তিনি কোর্তোয়া ও এদের মিলিতাওয়ের ফেরার অপেক্ষায় আছেন। গত আগস্টে ডিফেন্ডার মিলিতাও-ও এসিএল চোটে পড়েন। অভিজ্ঞ কেপা আরিসাবালাগা থাকা সত্ত্বেও গত কয়েক মাসে আনচেলত্তির মন জিতে রিয়ালের পোস্টের নিচে নিয়মিত দাঁড়াচ্ছেন ইউক্রেনের গোলকিপার আন্দ্রে লুনিন।চেলসিতে দুবার প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও লিগ কাপ জেতার পর ২০১৮ সালে রিয়ালে যোগ দেন কোর্তোয়া। ২০২২ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে রিয়ালের ১-০ গোলের জয়ে একাই ৯টি সেভ করেছিলেন তিনি। চোটের কারণে কোর্তোয়া এর আগেও একটি মৌসুমে পুরোপুরি মাঠে নামতে পারেননি। ১৭ বছর বয়সী কোর্তোয়া তখন বেলজিয়ান ক্লাব গেঙ্কে খেলতেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct