এম মেহেদী সানি, বসিরহাট, আপনজন: উত্তর ২৪ পরগনার বসিরহাটে বুধবার বৃষ্টিস্নাত আবহাওয়া উপেক্ষা করেই সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগ মাথায় করেই লোকসভা নির্বাচনের আগে বসিরহাটের বিএসএসএ ময়দানে অভিষেকের জনগর্জন সভায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ জল কাদায় একাকার বিএসএসএ ময়দানে উপস্থিত হওয়া দলীয় সমর্থক, কর্মীদের ধন্যবাদ জানিয়ে অভিষেক বলেন, 'বৃষ্টি মানে সর্বশক্তিমানের আশীর্বাদ। বৃষ্টি মানেই তৃণমূলের জয়ের সূচনা। বৃষ্টি মানেই তৃণমূলের জয়ের অপেক্ষা মাত্র।' অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের তুলনা দিয়ে বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামকে চার লক্ষাধিক ভোটে জয়ী করার আহ্বান জানান ৷ এ সময় উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকরা হাত উঁচু করে অভিষেকের আহ্বানে সাড়া দেন ৷ সভাবমঞ্চে বক্তব্য রাখার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনার পাশাপাশি সন্দেশখালি কান্ড নিয়েও মুখ খোলেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলার আবাসের বাড়ির প্রথম কিস্তি দেবে বলেও জনগর্জন সভা থেকে ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনা জেলার উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলে অভিষেক বলেন 'বিজেপি ক্ষমতায় এলে ৩ হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে বলেছে।' বিজেপির সেই মন্তব্যের চ্যালেঞ্জ জানিয়ে অভিষেকের কথায়, 'দেশে ১৭টি রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। তার মধ্যে একটা রাজ্যেও যদি অন্তত ২ হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেয় বিজেপি তাহলে আমি রাজনীতিই ছেড়ে দেব।'
উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন অভিষেক। সেখানে কেন্দ্রের শ্বেতপত্র প্রকাশ করা নিয়ে চ্যালেঞ্জ দিলেও প্রায় ১৫০ ঘণ্টা হয়ে গেলেও বিজেপির কেউ না আসায় ফের কটাক্ষ করেন অভিষেক। এদিনের সভা থেকেও কর্মী, সমর্থকদের উদ্দেশেও আবাস যোজনা, একশো দিনের প্রকল্প নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা নিয়ে আওয়াজ তোলেন। তিনি বলেন, ‘আপনারা মনে করেন তো, এদের শ্বেতপত্র প্রকাশ করা উচিত কি উচিত নয়?’ অভিষেকের হুংকার, ‘বিজেপি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে না কেন? কারণ, এরা আসলে বাংলার টাকা আটকে রেখেছে।’ রাজ্য-রাজনীতির শিরোনামে উঠে আসা সন্দেশখালি-কাণ্ডে এবার কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাঁদের বিরুদ্ধে সন্দেশখালিতে মূলত নারী নির্যাতনের মতো অভিযোগ উঠেছিল, সেই শিবু হাজরা, উত্তম সর্দারকে কেন সিবিআই হেফাজতে নেওয়া হচ্ছে না? উল্লেখ্য, এই দু'জনকেও গ্রেফতার করেছে পুলিশ। সন্দেশখালিতে যে অভিযোগ উঠেছে, তার ভিত্তিতে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশই গ্রেফতার করেছে মনে করিয়ে দেন অভিষেক। এরপরেই বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিষেকের অভিযোগ, বিজেপির সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীররা শ্লীলতাহানির অভিযোগ করেছে, তাঁকে বড় বড় পদ দিয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রাখে।’ তাঁর কথায়, বিজেপির কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা বিরুদ্ধে পকসো মামলায় অভিযোগ দায়ের হয়েছে, বিজেপি তাঁকে দল থেকে বার করেছে না কোনও ব্যবস্থা নিয়েছে, প্রশ্ন তোলেন তিনি। এদিনের সভায় অভিষেক বলেন, ‘বিজেপির উদ্দেশ্যে নারী সুরক্ষা নয়। ওদের উদ্দেশ্য আসলে সংগঠনকে সমস্যায় ফেলা। শিবু, উত্তমকে কেন সিবিআই নিজেদের হেফাজতে চাইছে না। শাহজাহান সিবিআই-এর হাতে যাওয়ার পর কোনও রাজনৈতিক দল বা সংবাদমাধ্যম আর সন্দেশখালি যাচ্ছে না। আজ আমি বলার পর চারদিন পর হয়ত চাইবে। নাটক করবে। পাশাপাশি সিএএ-র নাম করে কাগজ চাইছে। আর আমি শ্বেতপত্র প্রকাশ করতে বলছি, সেটা করছে না। এরা আবার কাগজ চেয়ে বেড়াচ্ছে। ঘর-বাড়ির জন্য বিজেপির কাছে আবেদন করবেন না। তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। এদের থেকে চাইবেন না। যদি আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারি। তাহলে আমরা বাড়িও দিতে পারি। এরা রিপোর্ট কার্ড নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct