মোহাম্মাদ সানাউল্লা, রামপুরহাট, আপনজন: বাম কংগ্রেসের জোট প্রার্থী কোন দলের থাকবে তার প্রতিযোগিতা শুরু হলো এবার বীরভূম লোক সভা কেন্দ্রে। বাম কংগ্রেসের জোট প্রার্থী তালিকা ঘোষণার আগেই কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু রামপুরহাটে।মঙ্গলবার এমনই চিত্র দেখা গেলো রামপুরহাট পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। সেখানে বাম কংগ্রেস জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী তথা বীরভূম জেলা কংগ্রেস সভাপতি ও হাঁসন কেন্দ্রের প্রাক্তণ বিধায়ক মিল্টন রশিদের নামে দেওয়াল লিখন শুরু করলো রামপুরহাট শহর কংগ্রেসের সভাপতি শাহজাদা হোসেন ওরফে কিনু। তবে এখন পর্যন্ত যা খবর দলগত ভাবে কোন প্রার্থী তালিকা ঘোষণাই হয়নি।উল্লেখ্য গত কয়েক দিন ধরেই চিকিৎসক আব্দুল করিম সাহেবকে প্রার্থীর সমর্থন চেয়ে নলহাটি এলাকায় বেশ কিছু ব্যানার ছড়িয়ে পড়ে। সেই ব্যানারে বাম সমর্থিত কর্মীরা চিকিৎসক আব্দুল করিমের ছবি দেওয়া ব্যানারে স্পষ্ট লেখেন, ‘আসন্ন লোক সভা নির্বাচনে বীরভূম কেন্দ্রের সার্বিক উন্নয়নের স্বার্থে আব্দুল করিম সাহেবকে অনুপ্রাণিত করুন। একই ভাবে এবার রামপুরহাট শহর কংগ্রেস সভাপতি শাহাজাদা হোসেন বাম কংগ্রেস সমর্থীত কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের সমর্থনে দেওয়ালে লেখেন, আসন্ন লোক সভা নির্বাচনে - চোর লুটেরা তৃণমূল ও মিথ্যেবাদী বিভাজনকরী বিজেপিকে পরাস্ত করতে জোট প্রার্থী মিল্টন রশিদকে হাত কাস্তে হাতুড়ি তারা ‘হাত চিহ্নে ভোট দিন। সৌজন্যে রামপুরহাট ১৪ নং ওয়ার্ড কংগ্রেস কমিটি। তাহলে কি প্রার্থীর সমর্থনে ইদুর দৌঁড় প্রতিযোগিতায় বীরভূম লোক সভা কেন্দ্রে জোট প্রার্থী হিসাবে কংগ্রেসের মিল্টন রশিদ থাকবেন না বাম সমর্থীত প্রার্থী আব্দুল করিম থাকবেন। নাকি আবার দলীয় ভাবে তৃতীয় ব্যাক্তির নাম ঘোষণা হবে। না কি বাম কংগ্রেস একক ভাবে লড়বে সেটিই এখন দেখার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct