সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বাড়ির ব্যবহার্য জল সহ বর্ষার জল একত্রে সংযোগ ঘটিয়ে নতুন ড্রেন তৈরি করে পুকুরের দিকে লাইন করতেই গ্রামবাসীরা প্রতি বাদে সরব হয়ে ওঠেন।জানা যায় যে,সর্বসাধারণের ব্যবহার্য পুকুরের দিকে নিকাশি নালা তৈরির কাজ বন্ধের দাবিতে স্থানীয় লোকজন রাজনগরের বিডিওর দ্বারস্থ হলেন। বিবরণে প্রকাশ, রাজনগর ব্লকের অন্তর্গত খোদাইবাগ গ্রাম সংলগ্ন মুরালিবাঁধ নামক একটি পুকুর রয়েছে।সেখানে খোদাইবাগ এবং বহিলাপাড়া পাশাপাশি দুটি গ্রামের মানুষজন উক্ত পুকুরের জল ব্যবহার করে থাকেন। স্থানীয়দের অভিযোগ পুকুরের পাশেই একটি নিকাশি নালা তৈরীর কাজ শুরু হয়েছে। এই নিকাশি নালাটি তৈরি হলে নোংরা জল পুকুরটিতে পড়বে এবং পুকুরের জল ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে । তাই নিকাশি-নালাবাহিত জলের সংযোগ যেন না ঘটে এবং ড্রেন তৈরীর কাজটি যাতে বন্ধ করা হয়, সেজন্য স্থানীয়ভাবে মানুষজন বিডিও র কাছে লিখিত আকারে একটি অভিযোগ জমা দেন। এবিষয়ে রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী ফোন মারফত জানিয়েছেন তিনি অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct