নিজস্ব প্রতিবেদক, গোবরডাঙ্গা, আপনজন: রাজ্যজুড়ে শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে উল্লেখযোগ্য সেবামূলক কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা মানবতা ৷ তারই অংশ হিসেবে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার অন্তর্গত ঝনঝনিয়া গ্রামে মানবতার তরফে অনুষ্ঠিত হলো ইফতার সামগ্রী বিতরণ এবং স্বাস্থ্য শিবির ৷ এ দিন প্রায় একশো মানুষের হাতে রমজান মাসের ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় ৷ মানবতার উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিবির থেকে অর্ধ শতাধিক মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় ৷ গ্রাম বাংলার স্কুল ছুট বঞ্চিত ছাত্র-ছাত্রীদের উত্তরণের পথ দেখাতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য এলাকাবাসীর উদ্দেশ্যে সচেতনতার পাঠ দেন মানবতার প্রধান জুলফিকার আলী পিয়াদা ৷ পাশাপাশি এতিম অসহায় দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সহায়তা করারও প্রতিশ্রুতি দেন তিনি ৷ এলাকার বহু মানুষ মানবতার তরফে এই পরিষেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন ৷ মানবতা স্বেচ্ছাসেবী সংস্থার চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক স্ত্রী রোগ বিশেষজ্ঞ ইব্রাহিম শেখ, আসাদুল আকুন্জি, এসএসকেএম-এর চিকিৎসক ডক্টর জাফরিয়াব পিয়াদা ৷ উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি আব্দুল জব্বার, জামিয়া রহমানিয়ার শিক্ষক মুফতি আমিরুল ইসলাম, স্থানীয় আল কোরআন একাডেমী’র শিক্ষক লাইচেল হক মোল্লা, ইউসুফ হক প্রমুখ ৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার পাশাপাশি ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেন দৈনিক আপনজন পত্রিকার সাংবাদিক এম মেহেদী সানি ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct