নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: হাওড়ার কোনা তেঁতুলতলায় পানীয় জলের দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। এদিন এলাকার প্রায় কয়েকশ মহিলা রাস্তা অবরোধ করেন। পুলিশ এলে পুলিশকে ঘিরেও ক্ষোভে ফেটে পড়েন তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জল পাচ্ছে না তারা। তার জন্য জলের দাবিতে রাস্তা অবরোধ করেন মহিলারা। উত্তেজনা থাকায় নামানো হয় র্যাফ। লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ হয়। পরে স্থানীয় মহিলাদের বোঝানোর পর অবরোধ ওঠে। স্থানীয়রা দাবি জানান, প্রায় সাত থেকে আট মাস ধরে জলকষ্টে ভুগছেন তারা। তাই বাধ্য হয়েই তারা পথে নেমেছেন। স্থানীয় বাসিন্দা মনোজ গোস্বামী বলেন, জল যাতে পাওয়া যায় তার জন্য আন্দোলন। পেয়ারাবাগান এলাকায় আগামী দিন এই সমস্যার স্থায়ী সমাধান যদি না হয় তাহলে এই আন্দোলন, অবরোধ আরও বড় জায়গায় যাবে। আগামী দিন আমাদের মা-বোনেরাই এই আন্দোলন করবে। সমস্যা সমাধান না হলে এলাকার বাসিন্দাদের আন্দোলনের সঙ্গে যোগ দেবে কোনা এলাকার মানুষজন। আরেক স্থানীয় বাসিন্দা বলেন, অনেক দিন ধরে জল আসছে না। বারে বারে প্রশাসনের কাছে জানালেও কিছু হয়নি। বাড়িতে রোগী শুয়ে আছে। বাড়িতে জল আসছে না। সেই কারণে রাস্তা অবরোধ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct