সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: “এলাকায় লিড বেশি দিলে পরবর্তীতে এমপি ল্যাডে বেশি কাজ হবে” দলের কর্মী ও ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে বিতর্কে বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বিধি ভেঙে বিজেপি প্রার্থী প্রলোভন দেখাচ্ছেন দাবী করে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে তৃণমূল। যে বুথে দলের কর্মীরা ভালো কাজ করবে সেই বুথে বেশি লিড আসবে। আর লিড বাড়লেই পরবর্তীতে সেই এলাকায় সাংসদ উন্নয়ন তহবিল থেকে মিলবে বাড়তি কাজ। সেখানে অর্থ বরাদ্দও বেশি হবে। সোমবার সন্ধ্যায় বাঁকুড়া এক নম্বর ব্লকের পুয়াবাগান এলাকায় দলের কর্মীদের সঙ্গে বৈঠকে এমন দাওয়াই দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার পদ্ম প্রার্থী সুভাষ সরকার। পরে তাঁর দাবী যেখানে যেমনটা প্রয়োজন তেমনই বরাদ্দ করা হবে। তবে যে এলাকায় ভোট্র লিড বেশি হবে সেই এলাকায় ইন্সেনটিভ হিসাবে সাংসদ উন্নয়ন তহবিলের বাড়তি অর্থ বরাদ্দ মিলবে। ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থীর দাবী নির্বাচন ঘোষণা হয়্র গেছে। নির্বাচনী বিধি অনুযায়ী এমন প্রলোভন দেখানো যায়না। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct