নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে পরিস্রুত পানীয় জল সরবরাহের পাইপ সম্পূর্ণভাবে ভেঙে যায়। বঞ্চিত হয়ে পড়ে একটি গ্রাম।দু ই কিলোমিটার দূর থেকে ট্যাপের জল বয়ে নিয়ে আসতেন এলাকার মানুষজন।তিন বছর পর শুরু হল সেই পাইপ বসানোর কাজ।খুশি এলাকার মানুষজন।স্থানীয় সূত্রে জানা যায়,চাঁচলগামী ৩১ নং জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা পিএইচই র জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বসানো জল সরবরাহের পাইপ ভেঙে বঞ্চিত হয়ে পড়ে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামের প্রায় তিন হাজার মানুষ।দীর্ঘ তিন বছর ধরে দুই কিলোমিটার দূরে তুলসীহাটা এলাকা থেকে টেপের জল বয়ে নিয়ে আসতেন তারা।কেউ কেউ আবার অগভীর নলকূপের জল পান করতেন। এতে চরম সমস্যায় পড়েছিলেন এলাকার মানুষজন। পিএইচই দপ্তর থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার লিখিতভাবে বিষয়টি জানিয়ে ছিলেন তারা।দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার থেকে শুরু হল সেই পাইপ বসানোর কাজ।স্থানীয় বাসিন্দা আবুল হোসেন আশরাফি বলেন,’পাইপ লাইন ভেঙে যাওয়ার পর থেকে চরম সমস্যায় পড়েছিল রাড়িয়াল গ্রামের মানুষ।প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানানো হয়েছিল। জাতীয় সড়ক মেরামতের কারনে থমকে ছিল কাজ। এলাকার মানুষ বাধ্যতা মূলক অগভীর নলকূপের জল পান করতেন।সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হল।’ তুলসীহাটা পিএইচই’র ভালভ অপারেটর অতুল সাহা বলেন, তুলসীহাটা পিএইচই থেকে জল সরবরাহ হতো গ্রামটিতে। তিন বছর ধরে বন্ধ ছিল। নতুন করে আবার পাইপ বসানোর কাজ শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct